ধর্ম

স্বপ্নসিঁড়ির হৃদয় জুড়ানো হামদ ‘জিকির’

মহান আল্লাহর প্রশংসায় সাজানো বর্তমান সময়ের সাড়া জাগানো ইসলামি সঙ্গীত ‘জিকির’। জিকির সঙ্গীতটির নতুন মিউজিক ভিডিওটি ইতিমধ্যে শ্রোতা-দর্শক মহলে ব্যাপক সাড়া ফেলেছে।

Advertisement

আল্লাহ প্রেমিক মানুষের হৃদয়ে ‘জিকির’ নামক হামদটি সাড়া জাগিয়েছে। হামদটি মহান আল্লাহর প্রশংসা ও শানে গাওয়ায় ইসলাম প্রিয় মানুষের হৃদয়ে আত্মতৃপ্তির একটি চমৎকার প্রকাশ ঘটেছে।

স্বপ্নসিঁড়ির শিশু শিল্পী হাস্সান আরিবের কণ্ঠে গাওয়া ‘জিকির’ হামদটি ইউটিউবে আপলোডের সঙ্গে সঙ্গে অর্ধ লাখের বেশি দেখা হয়ে গেছে।

স্বপ্নসিঁড়ি সাংস্কৃতিক ফোরামের প্রধান পরিচালক হুমায়ুন কবির শাবিব হামদটির কথা ও সুর করেছেন। ভিডিও ব্যবস্থাপনায় রয়েছেন সাইমন আল হাসান, সাউন্ড ডিজাইনার জয়নাল আবেদীন একাত্ব, ভিডিও পরিচালক শহীদ ইমতু।

Advertisement

হাস্‌সান আরিবের কণ্ঠে এ হামদটি তুলে দিতে সহায়তা করেছেন স্বপ্নসিঁড়ির সদস্য রাকিবুল ইসলাম। তার অনুপ্রেরণায় গ্রাম থেকে ওঠে এসেছে দরদি কণ্ঠের অধিকারী আরিব।

ছোট্ট শিশু ও কিশোরদের জন্য ‘জিকির’ হামদটি অনেক সুন্দর। কচিকাচা শিশু-কিশোররা গানে গানে আল্লাহর পরিচয় ও একত্ববাদের দাওয়াত পাবে এ হামদটিতে।

মিষ্টি সুরের ছোট্ট হাস্‌সান আরিব গ্রাম থেকে ওঠে আসা এক প্রতিভাবান শিশু। হামদ ‘জিকির’-এর প্রচার-প্রকাশনায় ইসলামি সংস্কৃতিক সংগঠন স্বপ্নসিঁড়ি, শিশুশিল্পী আরিব, পরিচালক হুমায়ুন কবির ও সদস্য রাকিবুল ইসলামের প্রতি রইলো শুভ কামনা।

এমএমএস/এমএস

Advertisement