'শান্তির জন্য পরিবর্তন, পরিবর্তনের জন্য জাতীয় পার্টি' শীর্ষক স্লোগান নিয়ে একাদশ জাতীয় নির্বাচন উপলক্ষে জাতীয় পার্টির মনোয়নপত্র বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
Advertisement
রাজধানীর গুলশান-১ এর ইমানুয়েলস মিলনায়তনে রোববার দুপুর ১২টায় নিজের মনোনয়নপত্র গ্রহণ করে এ কার্যক্রমের উদ্বোধন করেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। এরপর দলের সিনিয়র কো-চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ, কো-চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার তাদের মনোনয়নপত্র গ্রহণ করেন।
জানা গেছে ১১, ১২ ও ১৩ নভেম্বর এই ৩ দিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ করা হবে। এরপর আগামী ১৪ নভেম্বর এইচ এম এরশাদের নেতৃত্বে জাপা পার্লামেন্টারি বোর্ডের সদস্যরা দলের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেবেন।
এদিকে মনোনয়নপত্র বিতরণকে কেন্দ্র করে রোববার সকাল থেকেই গুলশানের ইমানুয়েলস মিলনায়তনে দল বেধে জাপা নেতাকর্মীরা আসতে শুরু করেছেন। তৃণমূল নেতারা সুদৃশ্য লাঙ্গল, ব্যানার ও ফেস্টুন নিয়ে সেখানে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেছেন। বিভিন্ন এলাকা থেকে সমর্থকদের নিয়ে শো-ডাউন করে ইমানুয়েলস মিলনায়তনে ভিড় জমাচ্ছেন আগ্রহী প্রার্থীরা। এ উপলক্ষে ওই এলাকায় বাজছে ব্যান্ড পার্টি, চলছে মিছিল-স্লোগান। সমগ্র এলাকা জুড়ে উৎসবের আমেজ।
Advertisement
উল্লেখ্য, ঘোষিত তফসিল অনুযায়ী একাদশ সংসদ নির্বাচনে অংশ নেয়ার জন্য আগামী ১৯ নভেম্বর পর্যন্ত মনোনয়নপত্র জমা দেয়া যাবে। মনোনয়নপত্র বাছাই ২২ নভেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৯ নভেম্বর, আর ভোট গ্রহণ করা হবে ২৩ ডিসেম্বর (রোববার)।
এএস/এমএমজেড/এমএস