ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন হত্যার চেষ্টার ২২ বছর অতিবাহিত হলেও বিচার না হওয়ায় সমাজে খুন, হত্যা, সন্ত্রাস, ধর্ষণ, জঙ্গিবাদ ও নৈরাজ্যিক তৎপরতা বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। সোমবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে এ অভিযোগ জানানো হয়।সমাবেশে বক্তারা বলেন, ১৭ আগস্ট ১৯৯২ সালের এই দিনে সন্ত্রাসীরা বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে হত্যার উদ্দেশ্যে গুলি করেছিল। দেশের অগণিত মানুষের ভালোবাসায় মৃত্যুঞ্জয়ী হয়ে দেশ সেবায় ব্রত রয়েছেন তিনি।তারা আরো বলেন, সন্ত্রাসী জঙ্গিবাদ গোষ্ঠীকে চিরতরে নির্মূল করার জন্য দরকার বিচার ও সামাজিক প্রতিরোধ আন্দোলন। এখনই সময় সেই প্রতিরোধ সংগ্রাম গড়ে তোলার।সমাবেশে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা বলেন, আজ বিশ্বব্যাপী সম্রাজ্যবাদের মদদে জঙ্গিবাদী মৌলবাদী শক্তির তৎপরতা বৃদ্ধি পেয়েছে। সম্রাজ্যবাদী শক্তির দক্ষিণ এশিয়ার গণতন্ত্র, শক্তি ও স্থিতিশীলতা বিনষ্ট করার লক্ষ্যে মৌলবাদী জঙ্গিবাদী গোষ্ঠীকে মদদ দিয়ে চলেছে।তিনি বলেন, এই অপশক্তির বিরুদ্ধে জনগণের সামাজিক প্রতিরোধ গড়ে তোলার জন্য দেশের সকল বাম গণতান্ত্রিক ও প্রগতিশীল শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে।সংগঠনের ঢাকা মহানগর কমিটির সভাপতি আবুল হোসাইনের সভাপতিত্বে সমাবেশে আরো উপস্থিত ছিলেন- পার্টির পলিটব্যুর সদস্য হাজেরা সুলতান, মাহামুদুল হাসান মানিক, কামরুল আহাসান, কেন্দ্রিয় কমিটির সদস্য মোস্তফা আলমগীর রতন প্রমুখ।আএসএস/আরএস/এমআরআই
Advertisement