রাজনীতি

দুইদিনে বিক্রি ৩২০০, প্রতি আসনে ১০ জন প্রত্যাশী

একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ৩ হাজার ২০০ মনোনয়নপত্র বিতরণ করেছে আওয়ামী লীগ। আর জমা পড়েছে ৪৬০টি। দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ তথ্য জানিয়েছেন।

Advertisement

দলীয় সূত্রে জানা যায়, মনোনয়নপত্র বিতরণের প্রথমদিন ১ হাজার ৩২৮টি বিতরণ হয়েছিল। দ্বিতীয় দিন শনিবার বিতরণ হয়েছে ১ হাজার ৮৭২টি। অর্থাৎ দুইদিনে ৩ হাজার ২০০ মনোনয়নপত্র বিতরণ করেছে আওয়ামী লীগ। সেই হিসাবে, প্রতি আসনে প্রায় ১০ জন মনোনয়নপ্রত্যাশী ফরম সংগ্রহ করেছেন।

প্রতিটি মনোনয়নপত্র বাবদ সম্ভাব্য প্রার্থীদের পরিশোধ করতে হয়েছে ৩০ হাজার টাকা। সে হিসাবে, ৩ হাজার ২০০টি মনোনয়নপত্র বিক্রি থেকে আওয়ামী লীগের আয় হয়েছে ৯ কোটি ৬০ লাখ টাকা।

নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন শুক্রবার (৯ নভেম্বর) সকালে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার জন্য দুটি মনোনয়ন ফরম সংগ্রহের মধ্যদিয়ে এ কার্যক্রম শুরু হয়।

Advertisement

আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে মোট ২ হাজার ৬০৮ জন আওয়ামী লীগের মনোনয়ন সংগ্রহ করেছিলেন।

এইউএ/এসআর