খেলাধুলা

রেফারি লাঞ্ছিত করায় আরামবাগকে শোকজ

ম্যাচের পর রেফারি ও দুই সহকারী রেফারিকে শারীরিকভাবে লাঞ্ছিত করায় কেন শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে না তার কারণ জানাতে আরামবাগ ক্রীড়া সংঘকে চিঠি দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বাংলাদেশ প্রিমিয়ার লিগের এ ক্লাবটিকে ৪৮ ঘন্টার মধ্যে কারণ দর্শাতে বলেছে বাফুফে।

Advertisement

বৃহস্পতিবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে ফেডারেশন কাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে আবাহনীর কাছে হারার পর রেফারি ও তার সহকারীদের উপর চড়াও হন আরামবাগের কয়েকজন কর্মকর্তা ও বলবয়।

ম্যাচে আবাহনী ৩-২ গোলে হারিয়েছে আরামবাগকে। ইনজুরি সময়ে আবাহনী জয়সূচক গোলটি করে। আরামবাগের দাবি ছিল, গোলদাতা বেলফোর্ট অফসাইডে ছিলেন।

আরামবাগ গোল মেনে নিয়ে বাকি সময় খেললেও ম্যাচ শেষ হওয়ার পর রেফারিকে লাঞ্ছিত করেন ক্লাবটির কয়েকজন কর্মকর্তা ও বলবয়।

Advertisement

বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ শনিবার বলেছেন, ‘ম্যাচের রেফারি, ম্যাচ কমিশনারের রিপোর্ট আমরা পেয়েছি। তার ভিত্তিতেই ক্লাবটিকে শোকজ করা হয়েছে। রবিবারের মধ্যে শোকজের জবাব দিতে বলা হয়েছে।’

আরআই/এমএমআর/পিআর