তথ্যপ্রযুক্তি

গ্রামীণফোনের নতুন সেবা `ইজি নেট`

ইন্টারনেট সুবিধা সাধারণ মানুষের কাছে পৌছে দিতে দেশের বৃহৎ মোবাইল কোম্পানি গ্রামীণফোন চালু করলো ইজি নেট সেবা। সোমবার গ্রামীণফোনের পরিচালনা পর্ষদের সদস্যদের নেতৃত্বে এক হাজারের বেশি কর্মী দেশের বিভিন্ন এলাকার সাধারণ মানুষকে নতুন এ সেবার সঙ্গে পরিচয় করিয়ে দেন।এ সময় জানানো হয়, যারা এখনো ইন্টারনেট ব্যবহার করেন না এমন মানুষদের মধ্যে ইন্টারনেট সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্য ইজি নেট চালু করা হয়েছে। *৫০০০*৫৫# ডায়াল করে পাওয়া যাবে এই সেবা।এ সেবায় মাধ্যমে বিনামূল্যের ভিডিও টিউটরিয়াল মাধ্যমে ইন্টারনেট কি এবং এটি কিভাবে ব্যবহার করতে হয় তা শেখানো ছাড়াও এর মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করা যায় এমন হ্যান্ডসেটধারী গ্রাহকরা ফেসবুক, উইকিপিডিয়ার মতো কয়েকটি সাইট বিনামূল্যে ব্যবহার করতে পারবেন।কোন ইন্টারনেট প্যাকেজ চালু না থাকলেও গ্রামীণফোন গ্রাহকরা বিনামূল্যে ইজি নেট ব্যবহার করতে পারবেন। গ্রামীণফোনের `সবার জন্য ইন্টারনেট` লক্ষ্যের অংশ হিসেবে এই সেবা চালু করা হয়েছে বলেও জানানো হয়।এসআই/আরএস/আরআইপি

Advertisement