খেলাধুলা

বাদ পড়লেন শিখর ধাওয়ান

তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে লজ্জাজনকভাবে হারের পর দ্বিতীয় টেস্টের আগে আরও একটা বড় ধাক্কা খেল ভারতীয় শিবির। ডান হাতে চোটের কারণে বাকি টেস্ট ম্যাচগুলোতে খেলতে পারবেন না শিখর ধাওয়ান।প্রথম টেস্টে ডান হাতে চোট পান ধাওয়ান। সোমবার বিসিসিআই-এর প্রেস বিবৃতিতে জানানো হয়, ধাওনের হাতে হেয়ারলাইনস্ ফ্র্যাকচার হয়েছে সুস্থ হয়ে উঠতে চার থেকে ছয় সপ্তাহ সময় লাগবে।গলে প্রথম টেস্টে প্রথম ইনিংসে শতরান করেছিলেন ধাওয়ান। তার হাতের আঘাত ভারতীয় শিবিরের জন্যও একটা বড় আঘাত। প্রথম টেস্টে যে ভাবে ব্যাট করেছিলেন তিনি, বাকি ম্যাচগুলোতে তার অনুপস্থিতি একটা সমস্যা হয়ে দাঁড়াবে।চোট-আঘাত জর্জরিত ভারতীয় শিবিরে মুরলী বিজয় আগেই হ্যামস্ট্রিংয়ে চোটের জন্য দলের বাইরে। এ বার ধাওয়ানও চোট সমস্যা নিয়েই দলের বাইরে চলে গেলেন। যদিও টিম ম্যানেজমেন্ট জানিয়েছে, মুরলী আগের তুলনায় অনেকটাই সুস্থ হয়ে উঠেছে। আগামী বৃহস্পতিবার পি সারা ওভাল দ্বিতীয় টেস্ট শুরু হওয়ার আগে তাঁর আরও একবার ফিটনেস টেস্ট নেওয়া হবে।এমআর

Advertisement