খেলাধুলা

বিপিএল ফ্র্যাঞ্চাইজিদের নাম প্রকাশ মঙ্গলবার

প্রায় আড়াই বছর বিরতির পর আবারো মাঠে গড়াতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। আসছে নভেম্বরে বিপিএলের তৃতীয় আসর শুরু হবে। এবার বিপিএলের ক্রিকেটের দলগুলোর মালিকানা কিনতে আগ্রহ প্রকাশ করেছে ১০টি ব্যবসায়িক প্রতিষ্ঠান। আর মঙ্গলবার ঘোষণা করা হবে দলগুলোর মালিক বা ফ্র্যাঞ্চাইজি হতে আবেদন করা এই ১০টি প্রতিষ্ঠানের নাম। সোমবার এমন তথ্যই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।মঙ্গলবার সকালে অনুষ্ঠিত হবে বিপিএল গর্ভনিং কাউন্সিলের বৈঠক। আর সেখানেই যাচাই-বাছাই করে ১০টি ব্যবসায়িক প্রতিষ্ঠানের মধ্যে ৭টি দলের মালিকানা সংক্রান্ত বিষয়টি আলোচিত হবে। প্রথম আসরে মোট ৬টি দল থাকলেও ২০১৩ সালে অনুষ্ঠিত দ্বিতীয় আসরে দলের সংখ্যা ছিল ৭টি। এবারের আসরেও এই ৭ দলই থাকছে।তবে এবারে নতুন মালিকানায় খেলবে তারা। কারণ, পুরনো ফ্র্যাঞ্চাইজিরা ক্রিকেটারদের বকেয়া অর্থ পরিশোধ না করায় নতুন মালিকের খোঁজে নেমেছিল বিসিবি। গত ২৮ জুলাই জাতীয় দৈনিকগুলোতে বিজ্ঞাপন দিয়ে দরপত্রও আহ্বান করা হয়েছে। দরপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিল ১৭ আগস্ট সোমবার।এমআর

Advertisement