খেলার খুব উত্তেজনাকর মুহূর্ত। ঠিক এমন সময়ে টয়লেটের ভীষণ চাপ পড়ল। তড়িঘড়ি করে টয়লেটে গেলেন কিন্তু খেলার সেই মুহূর্তটা মিস হয়ে গেল। এখন থেকে আর সেসব মুহূর্ত মিস করার কোনো সুযোগ রইল না রিয়াল মাদ্রিদের স্টেডিয়াম সান্তিয়াগো বার্নাব্যুতে খেলা দেখতে আসা মানুষদের জন্য। টয়লেটেই টিভি স্থাপন করতে যাচ্ছে ক্লাবটি।
Advertisement
টয়লেটের ঠিক সামনে স্থাপন করা হবে ছোট্ট একটি টিভি যাতে কেউ ম্যাচের উত্তেজনাকর মুহূর্তগুলো মিস না করে। রিয়াল মাদ্রিদের নতুন স্টেডিয়ামের নকশার ডিজাইনে এমনটাই থাকছে। ২০১৪ সালে ঘোষিত মাদ্রিদের স্টেডিয়ামের সৌন্দর্য বর্ধনের কাজ বেশ জোরেশোরেইএগিয়ে যাচ্ছে। এরই অংশ হিসেবে থাকছে টয়লেটে টিভি।
টয়লেট ছাড়াও স্টেডিয়ামের বাইরে ৩৬০ ডিগ্রি ভিডিও স্ক্রিন থাকছে; যেটার জন্য খরচ হচ্ছে ৪০০ মিলিয়ন ইউরো। তাছাড়া শপিং, রুফটফ তো থাকছেই। তবে খেলার সময় ব্যতীত টিভিতে চালানো হবে বিজ্ঞাপন। সুইস ইনভেন্ট নামক এক সুইস কম্পানির এই টিভিগুলো তৈরি করছে।
আরআর/এসআর
Advertisement