প্রবাস

মালয়েশিয়ায় শ্রমিক নিয়োগে দুর্নীতি সহ্য করব না

মাহাথির মোহাম্মদ বলেছেন, বিদেশি শ্রমিকদের জন্য এখন আমাদের দেশে যথাযথ নিয়ম-কানুন বা আইন রয়েছে। কোন শ্রমিক নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি, ‘বেচাকেনা’ অথবা পাচারসহ যেকোনো অনিয়ম হলে আমরা তা কোনভাবেই মেনে নেব না।

Advertisement

আমরা শুধু সেইসব মানুষকে মালয়েশিয়ায় চাই বা স্বাগত জানাবো, যাদের জন্য কাজ ও কর্মসংস্থান আছে। আমাদের জানতে হবে কি পরিমাণ মালয়েশিয়ানদের শ্রমিক ঘাটতি আছে। সেটা নিশ্চিত হওয়ার পরে আমরা নির্দিষ্ট একটি সময়ের জন্য ওই পরিমাণ বিদেশি শ্রমিক নিয়োগ অনুমোদন করতে পারি।

মালয়েশিয়ায় বিদেশি শ্রমিক ব্যবস্থাপনায় গঠিত স্বাধীন কমিটির প্রতিবেদন চলতি মাসেই বলে জানিয়েছেন দেশটির মানবসম্পদ মন্ত্রী কুলাসেগারান। মানবসম্পদ মন্ত্রী আশা প্রকাশ করেন যে বিদেশি শ্রমিকদের ব্যবস্থাপনায় নভেম্বরে সরকারকে তাদের প্রতিবেদন প্রদানের জন্য স্থানীয় নিয়োগকারীদের কাছ থেকে তথ্য ও পরামর্শ সংগ্রহের জন্য স্বাধীন কমিটি কাজ করছে।

মন্ত্রী আশা করেন মাসে মাসে বিদেশি শ্রমিকের ব্যবস্থাপনা সম্পর্কে এ কমিটি কাজ করবে। গত ১ নভেম্বর পুত্রাজায়া আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে নিয়োগকারীদের সঙ্গে কমিটির টাউন হলের বৈঠকে সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

Advertisement

কমিটির সভাপতিত্বে সাবেক আপিল জজ আদালতের বিচারক দাতুক সেরি মোহাম্মদ হিশাম উদ্দীন মো. ইউনূস এবং এই বছর ৯ অক্টোবর থেকে শুরু হওয়া ১১টি সরকারি কর্মকাণ্ড পরিচালনা করেছেন।

টাউন হল সভায় উত্থাপিত বিষয়গুলোর মধ্যে রয়েছে- বিদেশি শ্রম, কর্মী অনুপস্থিতি, এবং অভিবাসন আইন প্রয়োগের জন্য প্রযোজ্য ডকুমেন্টেশন।

এদিকে মালয়েশিয়ায় বিদেশি শ্রমিক নিয়োগ প্রক্রিয়ায় কোন দুর্নীতি বরদাস্ত করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ড. তুন মাহাথির মোহাম্মদ।

গত ৫ নভেম্বর জাপানের রাজধানী টোকিওতে মালয়েশিয়া-জাপান বিষয়ক ব্যবসায়িক কনফারেন্সে তিনি এ কথা বলেন। রাষ্ট্রীয় বার্তা সংস্থা বারনামার রিপোর্টে বলা হয়েছে, বিগত সরকারের আমলে বিদেশি শ্রমিক নিয়োগ বা বিদেশ থেকে শ্রমিক নেয়ার ক্ষেত্রে চরম দুর্নীতি ও অনিয়ম হয়েছে। তবে এ সময় তিনি নির্দিষ্ট করে কোন দেশের নাম উল্লেখ করেননি।

Advertisement

সম্মেলনে জাপানি একজন ব্যবসায়ী মালয়েশিয়ায় শ্রমিকদের ভিসা নবায়নের ক্ষেত্রে কোম্পানিগুলো যে ব্যুরোক্রেসির সমস্যা মোকাবেলা করে সে বিষয় উত্থাপন করলে জবাবে ড. মাহাথির মোহাম্মদ এসব কথা বলেন।

মালয়েশিয়ায় শ্রমিক নিয়োগ প্রক্রিয়ায় বাংলাদেশি ১০ রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগে গত সেপ্টেম্বর থেকে শুধুমাত্র বাংলাদেশি শ্রমিকদের জন্য কলিং ভিসা অনির্দিষ্ট সময়ের জন্য স্থগিত রেখেছে মালয়েশিয়া সরকার। তবে পাইপলাইনে আটকে থাকা ৭০ হাজার কর্মী মালয়েশিয়া যাওয়ার কাজ অব্যাহত রয়েছে।

কলিং ভিসা পুনরায় চালুকরণে দু’দেশের যৌথ ওয়ার্কিং কমিটির বৈঠক সম্প্রতি শেষ হয়েছে। পুরোপুরিভাবে চালু হতে কিছুটা সময় লাগতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এমআরএম/পিআর