অর্থনীতি

বিনিয়োগকারীদের পছন্দের শীর্ষে জেড গ্রুপের হাক্কানি পাল্প

গত সপ্তাহজুড়ে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের কাছে পছন্দের শীর্ষে ছিল ‘জেড’গ্রুপের হাক্কানি পাল্প অ্যান্ড পেপার লিমিটেড। ফলে সপ্তাহজুড়ে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এ কোম্পানিটির শেয়ার মূল্যে বড় ধরনের উত্থান ঘটেছে।

Advertisement

শেয়ার মূল্য বড় ধরনের উত্থান হওয়ায় বিনিয়োগকারীদের একটি অংশ কোম্পানিটির শেয়ার বিক্রি করতে চাননি। ফলে সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩ কোটি ৬৪ লাখ টাকা। আর প্রতি কার্যদিবসে গড়ে লেনদেন হয়েছে ৭২ লাখ টাকা।

এদিকে কোম্পানিটির শেয়ার দাম সপ্তাহজুড়ে বেড়েছে ৩৯ দশমিক ৪৬ শতাংশ। টাকার অঙ্কে বেড়েছে ২০ টাকা ৪০ পয়সা। সপ্তাহের শেষ কার্যদিবস শেষে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম দাঁড়িয়েছে ৭২ টাকা ১০ পয়সা, যা আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল ৫১ টাকা ৭০ পয়সা।

হাক্কানি পাল্পের পর গত সপ্তাহে বিনিয়োগকারীদের পছন্দের তালিকায় সায়হাম কটন। সপ্তাহজুড়ে এই কোম্পানিটির শেয়ার দাম বেড়েছে ৩২ দশমিক ৭৮ শতাংশ। এর পরেই রয়েছে এমএল ডাইং। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দাম বেড়েছে ৩১ দশমিক ৭২ শতাংশ।

Advertisement

এছাড়া গত সপ্তাহে বিনিয়োগকারীদের আগ্রহের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় থাকা ছিল ‘জেড’গ্রুপের প্রতিষ্ঠান ইমাম বাটনের ২৯ দশমিক ৯৬ শতাংশ ও নর্দান জুটের ২৬ দশমিক ২৪ শতাংশ, ওয়াটা কেমিক্যালের ২৫ দশমিক ৭০ শতাংশ, জেড গ্রুপের আর এক প্রতিষ্ঠান জুট স্পিনার্সের ২৫ দশমিক ৬৮ শতাংশ, প্রাইম টেক্সটাইলের ২০ দশমিক ৭১ শতাংশ, এইচ আর টেক্সটাইলের ১৮ দশমিক ১৩ শতাংশ, ‘জেড’গ্রুপের প্রতিষ্ঠান সমতা লেদারের ১৭ দশমিক ৪৫ শতাংশ এবং বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ১৬ দশমিক ৩৪ শতাংশ দাম বেড়েছে।

এমএএস/এনডিএস/পিআর