নতুন বছরে মেস ভাড়া না বাড়িয়ে স্বাভাবিক রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ মেস সংঘ নামক একটি সংগঠন।
Advertisement
শুক্রবার (৯ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, শহরে ব্যাচেলর বা স্বল্প আয়ের মানুষ মেস হিসেবে বাসা বা ফ্ল্যাটে ভাড়া থাকেন। সাধারণত বাড়ির মালিকরা ব্যাচেলরদের বাসা ভাড়া দিতে চান না। ফলে ফ্ল্যাট ভাড়া প্রাপ্তির ক্ষেত্রে বৈষম্যের শিকার হন ব্যাচেলররা। একে বাসা পেতে সমস্যা তার ওপর তুলনামূলক খারাপ বাসায় বেশি ভাড়া দিয়ে ব্যাচলরদের থাকতে হয়। আর বছর ঘুরতেই ভাড়া বাড়ানোর প্রবণতা থাকে বাসা মালিকদের। তাই নতুন বছরে বাসা ভাড়া না বাড়ানোর দাবি নিয়েই আমরা রাজপথে নেমেছি।
মানবন্ধনের বাংলাদেশ মেস সংঘের পক্ষে কয়েক দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে-প্রতি বাড়ি-ফ্ল্যাট বাড়িতে মেসের জন্য স্থান বরাদ্দ, প্রতিটি মেসে পুলিশের পরিদর্শন ও সদস্যদের পরিচয় নিশ্চিত করে শান্তিপূর্ণ বসবাসের নিশ্চিয়তা, সিটি কর্পোরেশন থেকে মেস সেবা প্রদান, মেস ভাড়া নীতিমালা তৈরি, রাজধানীসহ প্রতিটি শহরের উপকণ্ঠে পরিকল্পিত মেস নগরী গড়ে তোলা।
Advertisement
বাংলাদেশ মেস সংঘের প্রতিষ্ঠাতা আকতারুজ্জামান আয়তুল্লাহর সভাপতিত্বে মানববন্ধনে বাংলাদেশ মেস সংঘের সদস্য ও রাজধানীর বিভিন্ন মেসে বসবাসকারীরা অংশ নেন।
এএস/এএইচ/পিআর