প্রবাস

যুক্তরাষ্ট্রের মিশিগান বেঙ্গলসের ভিন্ন আয়োজন

ফুলে ফুলে ঢলে ঢলে বহে কিবা মৃদু বায়, তটিনী হিল্লোল তুলে কল্লোলে চলিয়া যায় পিক কিবা কুঞ্জে কুঞ্জে কুহূ ...রবীন্দ্র সঙ্গীতের সুরের তালে ফুল পরী সেজে মঞ্চে নেচেছে প্রবাসে জন্ম ও বেড়ে উঠা ছোট বন্ধু মঞ্জুরি, আরিশা, আলিসবা, শায়রিন এবং তাজরী। নেচে গেয়ে উদযাপন করা হয় মিশিগান বেঙ্গলসের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

Advertisement

সম্প্রতি মিশিগান রাজ্যের বেভারলি হিলস শহরের গ্রোভ হাইস্কুল মিলনায়তনে বাৎসরিক নৈশভোজ, গালা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। জমকালো এ অনুষ্ঠানে মিশিগান, ওহাইয়ো রাজ্য ও কানাডা থেকে প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন। মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে ক্রীড়া সংগঠন ‘মিশিগান বেঙ্গলস’ ব্যতিক্রমী এ অনুষ্ঠানের মাধ্যমে বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণ করা হয়।

এ বছর মিশিগান বেঙ্গলস ক্লাব প্রবাসী বাংলাদেশিদের নিয়ে ক্রিকেট ও ভলিবল টুর্নামেন্ট আয়োজন করে। কয়েক শত বাংলাদেশি অংশ নেন। এছাড়া প্রবাসী বাংলদেশিদের বাচ্চাদের জন্য তিন মাসব্যাপী ফুটবল ক্যাম্পের আয়োজন করা হয়।

জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ২০১৮ সালের ক্লাবের সফল খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিশিগান বেঙ্গলসের নেতারা, মিডিয়াকর্মী, স্পন্সর ও কমিউনিটির নেতারা। অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক ছিল মৃধা ফাউন্ডেশন। এছাড়া এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের স্পন্সর করেছেন পারসোনা থ্রেডিং ও সেলুন, বেস্ট ফিন্যান্সিয়াল কর্পোরেশন, ক্রাউন প্রপার্টি।

Advertisement

গাড়ি চলে না চলে না গান পরিবেশন করেন শিশুশিল্পী জারা আনোয়ার ও ভিন্নধর্মী এক গানের কম্পোজিশন গেয়ে শোনান অমিতা মৃধা।

আধুনিক গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন এমি ইসলাম, সুমাইয়া শাম্মা, শারমিন তানিম এবং সানজিদা বন্যা। এ ছাড়া একক নৃত্য পরিবেশন করেন নিধি। জনপ্রিয় সব গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন রসি-শারমিন জুটি ও মারুফ-রাদিয়া জুটি।

শাফকাত রহমান আবির ও সানি আইয়ুব বাচ্চুর স্মরণে দুটি গান পরিবেশন করেন। এ ছাড়া, সুরভী বনিকের গান সব অতিথিদের মুগ্ধ করে। অনুষ্ঠানে অতিথি শিল্পী ছিলেন অল ইন্ডিয়া রেডিও-র সঙ্গিতে পুরস্কার প্রাপ্ত লক্ষ্মী প্রীতি ও অরবিন্দ। তাদের গলায় জনপ্রিয় কিছু গান দর্শকদের মন জয় করে।

ক্রিকেট টুর্নামেন্টে অংশ নেয়া ৬ দলের জার্সি গায়ে চার ছক্কা গানে আলোর খেলা ও নৃত্য নিয়ে আসেন সাইফ, রসি, মারুফ, দীপ এবং পুলক। মিশিগান বেঙ্গলসের ২০১৮ সালের কার্যক্রম নিয়ে আবির হাসানের নির্মিত ডকুমেন্টারি সকলকে মুগ্ধ করে।

Advertisement

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশি আমেরিকান বিশিষ্ট চিকিৎসক ও কমিউনিটি নেতা ড. দেবাশিষ মৃধা। মৃধা। ড. মৃধা বলেন, মিশিগানে বাংলাদেশি কমিউনিটির এ আয়োজনের সঙ্গে থাকতে পেরে আনন্দিত। বিভিন্ন পেশা ও বয়সের বাংলাদেশিদের একত্র করতে পারার জন্য তিনি আয়োজকদের ধন্যবাদ দেন। সেই সঙ্গে খেলাধুলার জনপ্রিয়তা কাজে লাগিয়ে কমিউনিটি একত্র করার কাজ করতে হবে বলে তিনি জানান।

উপস্থাপনায় ও পরিচালনায় ছিলেন মাফরুহা জাহান ও সাইফ সিদ্দিকী। ক্যামেরায় ছিলেন আলরাজি সনেট ও তৌফিক তোফায়েল।

অনুষ্ঠানে চিনু মৃধাকে ক্লাবের পৃষ্ঠপোষক হিসেবে পুরস্কৃত করা হয় ও গোলাম মোস্তফাকে ক্লাবের পক্ষ থেকে আজীবন সম্মাননা পুরস্কার দেয়া হয়। ক্লাবের ব্যাটসম্যান অব দা ইয়ার হন অনুপম মণ্ডল। ক্রিকেটে ওয়েন স্ট্যাট টাইগার্স চ্যাম্পিয়ন হয় ও মিশিগান বেঙ্গল হিরোস হয় রানার আপ।

সেরা খেলোয়াড় হন কামরুজ্জামান ফাহিম, সেরা ব্যাটসম্যান সাফায়েত আলম এবং সেরা বোলার হন রেহান শেখ। ভলিবল টুর্নামেন্টে মিশিগান বেঙ্গল ওয়ারিয়রস চ্যাম্পিয়ন ও মিশিগান বেঙ্গল সুপিরিয়র রানার আপ পুরস্কার লাভ করে, এ ছাড়া মাহাবুব চৌধুরী সেরা খেলোয়াড় নির্বাচিত হন। সেরা কোচের পুরস্কার পান মোহাম্মদ আলমগীর হোসাইন ও সাইফ সিদ্দিকী।

অনুষ্ঠানে মিশিগানের বাংলাদেশি কমিউনিটির নেতারা উপস্থিত ছিলেন। পুরস্কার বিতরণীতে ছিলেন বাংলাদেশি আমেরিকান বিশিষ্ট চিকিৎসক ও কমিউনিটি নেতা দেবাশিষ মৃধা, ইউনিভার্সিটি অব মিশিগানের অধ্যাপক ড. কামরুল মজুমদার, ড. নাজমুল হাসান শাহিন, ড. নাসিম উদ্দিন, ড. খাজা রহমান, ফরিদা আজিম, ড. জাকিরুল হক টুকু, শিরিন মজুমদার, তৌহিদা হক, ড. মোহাম্মদ নাজমুল আনোয়ার, মোহাম্মদ সুলাইমান বাহার, মাহাবুব চৌধুরী, ও সাইদ ফয়সাল।

এমআরএম/পিআর