বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমদকে ভারতের নর্থ ইস্টার্ন ইন্দিরা গান্ধী রিজিওনাল ইনস্টিটিউট অব হেলথ অ্যান্ড মেডিকেল সায়েন্সেসে (নেগ্রিমস) রাখা হয়েছে বলে সংবাদ প্রকাশিত হয়েছে। গত বৃহস্পতিবার শারীরিক অবস্থা বিবেচনা করে তাকে আইসিইউতে নেয়া হয়েছে বলে সংবাদ প্রকাশিত হয় দেশের বেশ কয়েকটি অনলাইন পোর্টাল ও শীর্ষ একটি জাতীয় দৈনিকে।গণমাধ্যমে খবরটি প্রচারিত হওয়ার পর স্বাভাবিকভাবেই খোঁজ খবর নিতে শুরু করেন দলীয় নেতাকর্মী, আত্মীয়-স্বজন ও ভক্তরা। কিন্তু জানা গেছে সালাহউদ্দিন আহমেদ সম্পূর্ণ সুস্থ আছেন এবং তাকে নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন নেতাকর্মীরা। অনুসন্ধানে জানা গেছে, বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ সুস্থ এবং স্বাভাবিক আছেন। তাকে মেঘালয়ের নেগ্রিমস হাসপাতালের আইসিইউতে রাখা তো দূরের কথা তিনি ওই সময় হাসপাতালেও যাননি। কিন্তু গণমাধ্যমের এমন একটি সংবাদে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে সালাহউদ্দিনের নিজ জেলা কক্সবাজারে। ভক্ত, আত্মীয়-স্বজন ও দলীয় নেতাকর্মীরা সালাহউদ্দিন কেমন আছেন তা জানতে উদগ্রীব হয়ে ওঠেন। শিলংয়ে অবস্থানরত সালাহউদ্দিনের এক ঘনিষ্ঠজন জানান, সালাহউদ্দিন আহমেদ পুরোপুরি সুস্থ রয়েছেন। তাকে নিয়ে গণমাধ্যমে অনর্থক বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। এ প্রসঙ্গে শিলংয়ে সালাহউদ্দিন আহমদের সঙ্গে দুই মাসেরও বেশি সময় ধরে থাকা কক্সবাজারের সিনিয়র সাংবাদিক নুরুল ইসলাম হেলালী বলেন, ‘দুই মাসেরও বেশি সময় ধরে শিলংয়ে আমি সালাহউদ্দিন সাহেবের সঙ্গে ছিলাম। এখন আমি কক্সবাজারে অবস্থান করলেও প্রায় প্রতিদিন কথা হয় সালাহউদ্দিনের সঙ্গে। কিন্তু তার অসুস্থ হওয়ার খবর আমার জানা নেই।’ তিনি আরো বলেন, ‘গণমাধ্যমে প্রচারিত এমন খবর দেখে আমি সালাহউদ্দিন আহমদের দৃষ্টি আকর্ষণ করলে তিনি এমন বিভ্রান্তিকর সংবাদে মর্মাহত হয়েছেন।’ এ ব্যাপারে কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহাজাহান চৌধুরী বলেন, ‘সালাহউদ্দিন আহমদ অসুস্থ এমন তথ্য আমাদের কাছে নেই। আর তিনি যদি অসুস্থ হতেন তাহলে সর্বপ্রথম আমাদেরই জানার কথা।’ এদিকে, সালাহউদ্দিন আহমেদ এর শারীরিক অবস্থা নিয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশিত হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপি নেতাকর্মীরা। তারা দাবি করেন, বিএনপির সহ-দফতর সম্পাদক আবদুল লতিফ জনির বরাদ দিয়ে যে সংবাদ প্রকাশ করা হয়েছে তা সত্য নয়। এআরএ/এসএইচএস/এমআরআই
Advertisement