ক্যাম্পাস

রাবি উপাচার্য ভবনে সাপের উৎপাত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহম্মদ মিজানউদ্দিনের বাসভবনে সাপের উৎপাত দেখা দিয়েছে। গত দুই দিনে পাঁচটি বিষধর সাপ মারা হয়েছে বলে জানিয়েছে উপাচার্য ভবনের গার্ড মো. নাসিম।মো. নাসিম বলেন, এখন প্রায়ই বাস ভবনের ভিতরে বিষধর সাপ দেখা যাচ্ছে। রোববার বিকেল সাড়ে ৩টার দিকে প্রায় পাঁচ ফিট দৈর্ঘ্যের একটি বিষধর সাপ মারা হয়েছে। এছাড়া সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে পর পর চারটি বিষধর সাপ মারা হয়েছে। এর মধ্যে একটি সাপ ওই গার্ডকে কামড়ানোর জন্য ধেয়ে এসেছিলো বলে জানিয়েছেন নাসিম। সরেজমিনে দেখা যায়, নাসিম চারটি সাপ মেরে উপাচার্য বাসভবন সংলগ্ন বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডের পাশে রেখে দিয়েছেন। এর মধ্যে চারটি সাপই বিষাক্ত বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।এ সর্ম্পকে স্টুয়ার্ড শাখার সহকারী রেজিস্ট্রার মো. ইলিয়াস হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়কে সাপসহ সকল প্রকার পোকামাকড় মুক্ত রাখতে ক্যাম্পাসের প্রায় সকল জায়গায়ই পরিষ্কার রাখা হচ্ছে। এখন যেহেতু উপাচার্য ভবনে সাপের উৎপাত দেখা দিয়েছে তাই উপাচার্যের সঙ্গে কথা বলে এর প্রতিকারের ব্যবস্থা করা হবে।এসএস/আরআইপি

Advertisement