কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ এমপির বিরুদ্ধে শতকোটি টাকার মানহানির মামলা হয়েছে। মুক্তিযোদ্ধাদের নিয়ে অশালীন বক্তব্য দেয়ার অভিযোগে এ মামলা হয়েছে। তবে অভিযোগ অস্বীকার করেছেন পংকজ দেবনাথ এমপি।
Advertisement
বৃহস্পতিবার দুপুরে সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও মেহেন্দীগঞ্জ মুক্তিযোদ্ধা কল্যাণ সমবায় সমিতির সভাপতি আব্দুল বাতেন বাদী হয়ে এ মামলা দায়ের করেন। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আনুতোষ চন্দ্র বালা মামলাটি গ্রহণ করে তদন্ত প্রতিবেদন দেয়ার জন্য মেহেন্দীগঞ্জের এএসপিকে (সার্কেল) নির্দেশ দেন।
মামলার এজাহার সূত্র থেকে জানা গেছে, গত ৩ নভেম্বর পংকজ দেবনাথ মেহেন্দীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এলাকায় ‘মুক্তিযুদ্ধের ঐতিহাসিক স্মৃতি সংরক্ষণ ও মুক্তিযুদ্ধ যাদুঘর নির্মাণ’ শীর্ষক স্মৃতি প্রকল্পের আওতায় মুক্তিযোদ্ধা মেমোরিয়াল স্মৃতি যাদুঘর নির্মাণ কাজ শেষে ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করেন। এসময় এমপি পংকজ নাথ মুক্তিযোদ্ধাদের চোর, চরিত্রহীন এবং মুক্তিযোদ্ধাদের যেখানে পাবেন সেখানে গামছা দিয়ে বেঁধে ছবি তুলে ফেসবুকে দেয়ার নির্দেশ দেন। তারপর যা হয় তা আমি দেখবো।
এ ব্যাপারে পংকজ নাথ এমপি বলেন, বাদী আব্দুল বাতেন মুক্তিযোদ্ধা বানিয়ে দেয়ার জন্য বিভিন্ন ব্যক্তির কাছ থেকে টাকা আদায় করেছেন। এ নিয়ে বিভিন্ন সময় তার সঙ্গে টাকা দেয়া ব্যক্তিদের বাকবিতণ্ডা হয়। এমনকি ২০ বছর আগে শিক্ষক শাহে আলমকে মুক্তিযোদ্ধা বানিয়ে দেয়ার জন্য ২০ হাজার টাকা আদায় করেন। কিন্তু তাকে মুক্তিযোদ্ধার সার্টিফিকেট দিতে পারেননি বাতেন। এ ধরনের ভুরি ভুরি অভিযোগ রয়েছে বাতেনের বিরুদ্ধে। ওইদিন সাধারণ মুক্তিযোদ্ধা ও যাদের কাছ থেকে টাকা নিয়েছে তারা অভিযোগ করায় আমি বাতেনের উপর ক্ষুব্ধ হই। তবে বাতেন মামলার এজাহারে অশালীন যে বক্তব্য তুলে ধরেছেন তা আমি বলিনি।
Advertisement
এমএএস/এমএস