আন্তর্জাতিক

রাজনৈতিক হাতিয়ার হিসেবে প্রাণদণ্ড প্রয়োগ করে সৌদি : অ্যামনেস্টি

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, সংখ্যালঘু শিয়া মুসলমানদের দমিয়ে রাখার হাতিয়ার হিসেবে প্রাণদণ্ড প্রয়োগ করছে সৌদি আরব। দেশটিতে রাজনৈতিক হাতিয়ার হিসেবে প্রাণদণ্ড প্রয়োগ করা বলেও উল্লেখ করেছে অ্যামনেস্টি।

Advertisement

পাশাপাশি আটক ১২ শিয়া মুসলমানের প্রাণদণ্ড অবিলম্বে রিয়াদ কার্যকর করবে বলে আশংকা প্রকাশ করেছে অ্যামনেস্টি।

লন্ডনভিত্তিক মানবাধিকার সংস্থাটি সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে এ আশংকা প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৬ সালে এসব মুসলমানকে প্রাণদণ্ডের রায় দেয়া হয়। এ হতভাগ্য ব্যক্তিদের সম্প্রতি সৌদি আরবের তথাকথিত প্রেসিডেন্সি অব স্টেট সিকিউরিটি নামের কুখ্যাত কারাগারে স্থানান্তর করা হয়।

অ্যামনেস্টি বলছে, বিশ্বে সবচেয়ে বেশি প্রাণদণ্ড কার্যকর করে সৌদি আরব। মানুষের জীবনের কোনো মূল্য সৌদি শাসকরা দেন না বলেও এতে উল্লেখ করা হয়। ভিন্ন মতালম্বী শিয়া মুসলমানদের দমিয়ে রাখার রাজনৈতিক হাতিয়ার হিসেবে দেশটি নিয়মিত মৃত্যুদণ্ড প্রয়োগ করছে।

Advertisement

এসআইএস/এমএস