>> ঢাকায় দীর্ঘমেয়াদি ঋণে ফ্ল্যাট বিক্রি >> রিহ্যাব ও নিটল আয়াত প্রপার্টিজের চুক্তি>> বাকি টাকা পরিশোধ ২০ বছরের কিস্তিতে
Advertisement
দীর্ঘমেয়াদি ঋণে ফ্ল্যাট বিক্রি করবে নিটল আয়াত প্রপার্টিজ। এ ক্ষেত্রে ২০ শতাংশ ডাউন পেমেন্ট দেয়ার পরই ফ্ল্যাটের চাবি বুঝে নিতে পারবেন ক্রেতারা। বাকি টাকা ২০ বছরের কিস্তিতে পরিশোধ করতে হবে। আর ব্যাংক থেকে ঋণের ব্যবস্থাও এই প্রপার্টিজটিই করে দেবে।
এমন সহজ উপায়ে ঢাকা নগরবাসীর কাছে ফ্ল্যাট বিক্রি করতে নিটল আয়াত প্রপার্টিজ লিমিটেডের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)।
বৃহস্পতিবার রাজধানীর মহাখালীতে নিটল আয়াত প্রপার্টিজ লিমিটেডের অফিসে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
Advertisement
রিহ্যাবের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন রিহ্যাব প্রেসিডেন্ট আলমগীর শামসুল আলামিন। অপরদিকে নিটল আয়াত প্রপার্টিজের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মারিব আহমাদ (নিলয়)। এ সময় নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান ও এফবিসিসিআইয়ের সাবেক প্রেসিডেন্ট আবদুল মাতলুব আহমাদ এবং রিহ্যাবের সহ-সভাপতি (প্রথম) লিয়াকত আলী ভূঁইয়া উপস্থিত ছিলেন।
এমএ/জেডএ/পিআর