অ্যাডিশনাল আইজিপি মোখলেসুর রহমান বলেছেন, শিল্প পুলিশ গতানুগতিক ধারার নয়। শিল্প পুলিশ কোনো পক্ষের নয়। শ্রমিকরা মালিক পক্ষের ন্যায় শক্তিশালী নয়। তাই শ্রমিকদের পক্ষে ও স্বার্থে শিল্প পুলিশ কাজ করে থাকে। সোমবার দুপুরে সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডস্থ শিল্প পুলিশের কার্যালয়ে শিল্প উদ্যোক্তা ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। গার্মেন্টস সেক্টর যারা ধ্বংস করার চেষ্টা করছে, তাদের আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে উল্লেখ করে অ্যাডিশনাল আইজিপি বলেন, কন্টেইনার চুরি ও ডাকাতি রোধে জিপিআরএস সিস্টেম চালু করার পরামর্শ দিয়েছিলাম। কিন্তু এখনো সেটা করা হয়নি। কন্টেইনারে চুরি ও ডাকাতিতে কিছু অসাধু গার্মেন্টস পার্টনার, শ্রমিক, চালক এবং হেলপার জড়িত থাকে। শিল্প পুলিশ-৪ এর পরিচালক পুলিশ সুপার সানা শামীনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিল্প পুলিশের প্রতিষ্ঠাতা মহাপরিচালক আব্দুস সালাম, র্যাব-১১ এর সিও লে. কর্নেল আনোয়ার লতিফ খান, এডিসি (সার্বিক) গাউসুল আজম, আদমজী ইপিজেডের জিএম শাহ আলম, অতিরিক্ত পুলিশ সুপার মুহিবুল ইসলাম, বিকেএমইএ এর সাবেক ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ হাতেম, শ্রমিক নেতা কাউসার আহমেদ পলাশ, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান ও এটিএন বাংলার সাংবাদিক আব্দুস সালাম প্রমুখ। হোসেন চিশতী সিপলু/এসএস/এমআরআই
Advertisement