আন্তর্জাতিক

তাজিকিস্তানে কারাগারে দাঙ্গা : নিহত ১৩

তাজিকিস্তানে একটি কারাগারে নিরাপত্তা বাহিনী কমপক্ষে ১৩ বন্দীকে হত্যা করেছে। বৃহস্পতিবার তিনটি নিরাপত্তা সূত্র রয়টার্সকে জানিয়েছে, বুধবার দেশটির খুজান্ড শহরের একটি কারাগারে দাঙ্গা পরিস্থিতি তৈরি হলে এই হতাহতের ঘটনা ঘটে।

Advertisement

খুজান্ডের স্থানীয় কর্তৃপক্ষ রয়টার্সকে নিশ্চিত করেছে যে, কারাগারে দাঙ্গা পরিস্থিতি তৈরি হয়েছিল। তবে এ বিষয়ে বিস্তারিত কোন তথ্য জানানো হয়নি। রাজধানী দুশানবে থেকে ৩শ কিলোমিটার উত্তরে খুজান্ড শহর অবস্থিত।

হিউম্যান রাইটস ওয়াচের এক রিপোর্ট অনুযায়ী, ১৯৯৭ সালে খুজান্ড শহরের একটি কারাগারে দাঙ্গা পরিস্থিতি তৈরি হলে নিরাপত্তা বাহিনী কমপক্ষে ২৪ জনকে হত্যা করে। তবে বেসরকারি সূত্র দাবি করেছে, কারাগারে কমপক্ষে ১শ বন্দী নিহত হয়েছিল।

টিটিএন/পিআর

Advertisement