জাতীয়

পদোন্নতি পেয়ে এসপি হলেন ২৩৫ জন

বাংলাদেশ পুলিশের ২৩৫ জন কর্মকর্তাকে অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডিশনাল এসপি) পদ থেকে পুলিশ সুপার (এসপি) পদমর্যাদায় পদোন্নতি দেয়া হয়েছে।

Advertisement

বুধবার (৭ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ অধি শাখা-১ এর উপ সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত দুটি পৃথক (৫ জন ও ২৩০ জন) প্রজ্ঞাপনে এ পদোন্নতি প্রদান করা হয়েছে।

আদেশে প্রজ্ঞাপনের ২৩০ জনকে সুপার নিউমারির পদের বিপরীতে এসপি হিসেবে পদোন্নতি দেয়ার কথা উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে প্রজ্ঞাপনটি অবিলম্বে কার্যকরের নির্দেশ দেয়া হয়েছে। এ ছাড়া যারা মিশনে বা উন্নত শিক্ষার জন্য দেশের বাইরে রয়েছেন তারা দেশে ফিরলে পদোন্নতি কার্যকর হবে।

এ ছাড়া গত ৬ নভেম্বর (মঙ্গলবার) পৃথক এক প্রজ্ঞাপনে চারজন অতিরিক্ত আইজিপি ও ১৩ ডিআইজিকে পদোন্নতি দেয়া হয়েছে।

Advertisement

পদোন্নতিপ্রাপ্তদের তালিকা দেখতে এখানে ক্লিক করুন

এআর/আরএস/জেআইএম