খেলাধুলা

সেঞ্চুরির আক্ষেপ সৌম্যর

বগুড়ায় ন্যাশনাল ক্রিকেট লিগে (এনসিএল) সেঞ্চুরির আক্ষেপ নিয়েই মাঠ ছাড়লেন সৌম্য সরকার। খুলনা বিভাগের হয়ে খেলা বাঁহাতি এই ব্যাটসম্যান রংপুর বিভাগের বিপক্ষে ৮৩ রানে আউট হন।

Advertisement

সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দেই আছেন সৌম্য। এনসিএলের ফর্মের কারণে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে সুযোগ পেয়েছিলেন। সুযোগ পেয়ে ভুল করেননি, তুলে নেন সেঞ্চুরি। তারপরও প্রথম টেস্টের দলে জায়গা হয়নি বাঁহাতি এই ওপেনারের।

বগুড়ায় খুলনা আর রংপুরের মধ্যকার ম্যাচে তৃতীয় দিনের খেলা চলছে। সৌম্য সরকার আর নুরুল হাসানের জোড়া হাফসেঞ্চুরিতে ৬ উইকেটে ১৯২ রান নিয়ে দিন শেষ করেছে খুলনা বিভাগ।

১১১ বলে ৮ বাউন্ডারি আর ৩ ছক্কায় ৮৩ রান করে সোহরাওয়ার্দি শুভর শিকার হন সৌম্য। ৫২ রান করা নুরুল হাসানকে ফেরান মাহমুদুল হাসান। জিয়াউর রহমান ১৭ আর মঈনুল ইসলাম ৬ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করবেন।

Advertisement

এর আগে ৪ উইকেটে ১২৬ রান নিয়ে খেলতে নামা রংপুর বিভাগ ৮ উইকেটে ২৪৯ রান তুলে ইনিংস ঘোষণা করে। ৫০ রানে অপরাজিত ছিলেন ধীমান ঘোষ। সোহরাওয়ার্দি শুভ করেন ৪৮ রান।

২১ ওভার হাত ঘুরিয়ে ৬২ রান খরচায় ৪টি উইকেট নেন আবদুর রাজ্জাক।

এমএমআর/এমএস

Advertisement