খেলাধুলা

হিটম্যান রোহিত যখন ‘ছক্কা’ রোহিত

ভারতীয় ক্রিকেট দলের ওপেনার রোহিত শর্মাকে দীর্ঘদিন ধরে রো‘হিটম্যান’ শর্মা নামে ডাকে সে দেশের ক্রিকেট ভক্তরা। তারা চাইলে এখন ৩১ বছর বয়সী এ ব্যাটসম্যানকে ‘ছক্কা’ রোহিত নামেও ডাকতে পারে।

Advertisement

কেননা মারকুটে এ ওপেনার এখন শুধু ছক্কা দিয়েই গড়ে যাচ্ছেন একের পর এক রেকর্ড। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ১৬২ রানের ইনিংস খেলার পথে পঞ্চাশ ওভারের ক্রিকেটে দ্রুততম সময়ে ২০০ ছক্কা হাঁকানোর রেকর্ড গড়েন রোহিত।

আর এবার একই প্রতিপক্ষের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে অপরাজিত ১১১ রানের ইনিংস খেলার পথে এক বছরে সর্বোচ্চ ছক্কা মারার রেকর্ডও নিজের করে নিয়েছেন রোহিত। বছর শেষ হওয়ার প্রায় ৫০ দিন বাকি থাকতে নিজের রেকর্ডই ভেঙে দিয়েছেন রোহিত।

চলতি বছরে এখনো পর্যন্ত ৩৬ ম্যাচ খেলেছে ৬৯টি ছক্কা হাঁকিয়েছেন রোহিত। যা কিনা ক্রিকেট ইতিহাসে নির্দিষ্ট কোনো বছরে সর্বোচ্চ ছক্কার রেকর্ড। গত বছর ৩২ ম্যাচে ৬৫ ছক্কা হাঁকিয়ে রেকর্ডটা আগেই নিজের করে নিয়েছিলেন রোহিত। এ বছর টানা দ্বিতীয়বারের মতো বছরে সর্বোচ্চ ছক্কা হাঁকানোর পাশাপাশি নিজের রেকর্ডটাও নতুন উচ্চতায় নিয়ে গেলেন তিনি।

Advertisement

এছাড়া ২০১৫ সালে এবি ডি ভিলিয়ার্স ৩২ ম্যাচে ৬৩, ২০১২ সালে ক্রিস গেইল ২৬ ম্যাচে ৫৯, ২০১১ সালে শেন ওয়াটসন ৩৪ ম্যাচে ৫৭, ২০০৫ সালে শহীদ আফ্রিদি ৩১ ম্যাচে ৫৬ ছক্কা হাঁকানোর নজির গড়েছিলেন। ছক্কার রেকর্ড গড়ার দিনে টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ ৪টি সেঞ্চুরি হাঁকানোর রেকর্ডও গড়েছেন রোহিত। এতদিন ধরে তিন সেঞ্চুরি নিয়ে রোহিত এই রেকর্ডে ভাগ দিচ্ছিলেন নিউজিল্যান্ডের মারমুখী ওপেনার কলিন মুনরোকেও। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে পেয়ে মুনরোর চেয়ে এক ধাপ এগিয়ে গিয়েছেন রোহিত।

এছাড়া টি-টোয়েন্টি ক্রিকেটে দুইটি সেঞ্চুরি রয়েছে অ্যারন ফিঞ্চ, গ্লেন ম্যাক্সওয়েল, ব্রেন্ডন ম্যাককালাম, এভিন লুইস, ক্রিস গেইল, লোকেশ রাহুল ও মার্টিন গাপটিলের। ১টি করে সেঞ্চুরি রয়েছে আরও ১৫ জন ব্যাটসম্যানের।

এসএএস/পিআর

Advertisement