দেশজুড়ে

সাবেক এমপি আবুল কালাম কারাগারে

নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনের সাবেক এমপি জেলা বিএনপির বিদ্রোহী গ্রুপের নেতা অ্যাড. আবুল কালামসহ তিনজনকে জেল হাজতে পাঠিয়েছে। সোমবার দুপুরে ২০ দলীয় জোটের ডাকা হরতালে নাশকতায় দ্রুত বিচার আইনের মামলায় আত্মসমর্পণ করলে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কেএম মহিউদ্দিনের আদালত তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সাখাওয়াত হোসেন জাগো নিউজকে জানান, ৫ জানুয়ারি বিএনপিসহ ২০দলীয় জোটের ডাকা হরতাল-অবরোধে বন্দর নবীগঞ্জ এলাকার রাস্তায় আগুন ধরিয়ে গাড়ি ভাঙচুরসহ নাশকতার সৃষ্টি করে তাণ্ডব চালায়। এ ঘটনায় বন্দর থানা পুলিশ বাদি হয়ে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেন। এ মামলায় পুলিশ ২২জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছেন। চার্জশিটে নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক এমপি আবুল কালাম ও তার ছেলে মহানগর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আবুল কাউছার আশাসহ অনেকে পলাতক ছিল। সোমবার দুপুরে আবুল কালাম, আশা ও সাইদুর রহমান আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।     মো.শাহাদাৎ হোসেন/এসএস/এমআরআই

Advertisement