দেশের বিভিন্ন স্থানে শিশু নির্যাতন ও হত্যার প্রতিবাদে সোমবার খুলনা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন থেকে ভবিষ্যত প্রজন্মের জন্য নিরাপদ জীবন ও সুষ্ঠু বিকাশ নিশ্চিত করতে অবিলম্বে শিশু নির্যাতন বন্ধ এবং শিশু নির্যাতন ও হত্যাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়। মানববন্ধনে সামাজিক বিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. মো. আব্দুল জব্বার, অর্থনীতি ডিসিপ্লিনের অধ্যাপক ও খুলনা বিশ্ববিদ্যালয় স্কুলের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অধ্যাপক শাহনেওয়াজ নাজিমুদ্দিন আহমেদ, সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক তুহিন রায় বক্তব্য রাখেন। মানববন্ধনে সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী ছাড়াও খুলনা বিশ্ববিদ্যালয় স্কুলের শিক্ষক, শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।আলমগীর হান্নান/এসএস/আরআইপি
Advertisement