জাতীয়

বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবি

বেআইনিভাবে বন্ধ করে দেওয়া বিজিএমইএ’র সদস্য অর্ডিনাল ফ্যাশন লিমিটেড কারখানার শ্রমিকদের  বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবি জানিয়েছে বাংলাদেশ বস্ত্র পোশাক শিল্প শ্রমিক লীগ। সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক আবস্থান কর্মসূচিতে এ দাবি জানানো হয়।অবস্থান কর্মসূচিতে অংশ নেয়া শ্রমিকরা জানান, গত ১ আগস্ট সম্পূর্ণ বেআইনিভাবে কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ না করে কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয়া হয়েছে। কারখানাটিতে প্রায় ৩৫০ জন শ্রমিক কাজ করে। অবিলম্বে কারখানা খুলে দেয়া হোক।তারা আরো বলেন, কারখানাটি বন্ধ করে দেওয়ার কারণে একদিকে যেমন চাকরির অনিশ্চয়তা, অন্যদিকে বেতন-ভাতা না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন শ্রমিকরা।গার্মেন্টস শিল্পে উত্তেজনা সৃষ্টি করতে মালিকেরা গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন বলেও জানান শ্রমিকরা।অবস্থান কর্মসূচিতে এ সময় উপস্থিত ছিলেন- সংগঠনের সভাপতি জে এম কামরুল আনম, সহ-সভাপতি মরিয়ম আক্তার, সাধারণ সম্পাদক শামিম হাসান প্রমুখ।আএসএস/আরএস/এমআরআই

Advertisement