রাজনীতি

বর্তমান সরকারে আস্থা নাজমুল হুদার

বাংলাদেশ জাতীয় জোট (বিএনএ) ও বাংলাদেশ তৃণমূল বিএনপির চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদা বলেছেন, ‘রাজনৈতিকভাবে যে হাত শক্তিশালী সে হাতকে আরও শক্তিশালী করতে পারলে দেশের অর্জন আরও বাড়বে। তাই আমাদের উচিত দেশের উন্নয়নের কথা চিন্তা করে শক্তিশালী হাতকে আরও শক্তিশালী করা অর্থাৎ বর্তমান সরকারের ওপর আস্থা রাখা।’

Advertisement

মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত ‘বর্তমান জাতীয় সংলাপ ও একাদশ জাতীয় সংসদ নির্বাচন’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। এ সভার আয়োজন করে বাংলাদেশ জাগো বাঙালি (বিজেবি) নামে একটি সংগঠন।

নাজমুল হুদা বলেন, ‘দেশে বর্তমানে সংলাপ চলছে। এ সংলাপের মাধ্যমে দেশের সাধারণ জনগণের মধ্যে আশার সঞ্চালন হয়েছে। আমরাও আশাবাদী, এ সংলাপের মাধ্যমে সাধারণ জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটবে।’

সাম্প্রদায়িক শক্তিকে পরাজিত করার জন্য আমরা এ সরকারের পাশে থাকব উল্লেখ করে তিনি আরও বলেন, ‘দেশ এগিয়ে যাচ্ছে। আমরা এ সরকারের ওপর আস্থা রাখতে চাই এবং আরও উন্নয়ন দেখতে চাই। যারা বিভিন্ন ষড়যন্ত্র করছেন তাদের বিষয়ে আমাদের সচেতন থাকতে হবে। এ সরকারের বদলে অন্য সরকার ক্ষমতায় আসলে দেশের পদ্মা সেতুসহ সার্বিক উন্নয়ন বাধাগ্রস্ত হবে। যে কারণে দেশের উন্নয়নের স্বার্থে এ সরকারের প্রতিই আস্থা রাখতে হবে।’

Advertisement

জাতীয় ঐক্যফ্রন্টের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘ড. কামাল হোসেন একটি ভালো আশ্রয় পেয়েছেন। রাজনীতির ক্ষেত্রে তিনি দেউলিয়া ছিলেন। যে কারণে তিনি বিএনপির দিকে ভর করেছেন। তিনি একজন বড় মাপের মানুষ তবুও তিনি অন্যদিকে গেলেন। কিন্তু আমি কোনো দল পাল্টাইনি। নিজে দল প্রতিষ্ঠা করেছি।’

বিএনএ জোটের মহাসচিব ও বিজেবি চেয়ারম্যান ডা. শেখ হাবিবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বিজেবির মহাসচিব এস এইচ শিবলী, গণআজাদী লীগের মহাসচিব আতাউল্লাহ খান, বিএনএ জোটের সাংগঠনিক সম্পাদক আক্কাস আলী, তৃণমূল বিএনপির দফতর সম্পাদক রোকশানা আলম, ন্যাপ ভাসানীর চেয়ারম্যান এমএ ভাসানী, বিজেবির ভাইস প্রেসিডেন্ট শহীদ উদ্দিন আহমেদ, আওয়ামী পার্টির চেয়ারম্যান আমানুল্লাহ শিকদার প্রমুখ।

এএস/এনডিএস/পিআর

Advertisement