জাতীয়

জনশক্তি রফতানি কমলেও বেড়েছে রেমিট্যান্স

বিদেশে জনশক্তি রফতানির হার কমলেও রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। ২০১৭-১৮ অর্থবছরে বিদেশে জনশক্তি পাঠানো হয়েছে ৮ লাখ ৬৭ হাজার ১২৮ জন, যা এর আগের অর্থবছরের চেয়ে ২৬ হাজার ৯২৬ জন কম। গত অর্থবছরে (২০১৬-১৭) বিদেশে জনশক্তি পাঠানো হয়েছিল ৮ লাখ ৯৪ হাজার ৫৪ জন।

Advertisement

অপরদিকে ২০১৭-১৮ অর্থবছরে বিদেশ থেকে পাঠানো টাকার (রেমিট্যান্স) পরিমাণ ১৭ দশমিক ৩১ শতাংশ বেড়েছে।

মন্ত্রণালয় ও বিভাগগুলোর ২০১৭-১৮ অর্থবছরের কার্যাবলী সম্পর্কিত বার্ষিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ প্রতিবেদন উপস্থাপন করা হয়। বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করেন।

Advertisement

বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম প্রেস ব্রিফিংয়ে বার্ষিক প্রতিবেদনের বিভিন্ন দিক তুলে ধরেন।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘২০১৭-১৮ অর্থবছরে বাংলাদেশ স্বল্পোন্নত দেশের শ্রেণি থেকে উত্তরণের সব যোগ্যতা অর্জন করে এবং সামষ্টিক অর্থনীতি ও সামাজিক সূচকে ইতিবাচক অগ্রগতিসহ প্রবৃদ্ধির গতি ধারা অব্যাহত থাকে।’

তিনি বলেন, ‘২০১৬-১৭ অর্থবছরের তুলনায় ২০১৭-১৮ অর্থবছরে মাথাপিছু জাতীয় আয়, আমদানি-রফতানি, সরাসরি বৈদেশিক বিনিয়োগের পরিমাণ এবং রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ও পরিমাণ বৃদ্ধি পেয়েছে। মাথাপিছু জাতীয় আয় গত বছরের এক হাজার ৬০২ মার্কিন ডলার থেকে ২০১৭-১৮ অর্থবছরে এক হাজার ৭৫১ মার্কিন ডলারে উন্নীত হয়।’

২০১৭-১৮ অর্থবছরে মোট রফতানির পরিমাণ ৪১ দশমিক ০১ বিলিয়ন মার্কিন ডলার এবং ও রফতানি প্রবৃদ্ধির হার ৭ দশমিক ৭৫ শতাংশ বলেও জানান শফিউল আলম।

Advertisement

তিনি বলেন, ‘পূর্ববর্তী অর্থবছরের চেয়ে ২০১৭-১৮ অর্থবছরে রাজস্ব আদায় ১৪ দশমিক ৮ শতাংশ বেশি। ২০১৭ সালে দেশে দারিদ্র্যের হার ছিল ২৩ দশমিক ১ শতাংশ, যা ২০১৮ সালে কমে হয়েছে ২১ দশমিক ৮ শতাংশ।’

২০১৭-১৮ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে আগের অর্থবছরের চেয়ে ৪০ হাজার ৯৪৭ কোটি টাকা বেশি ব্যয় হয়েছে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘২০১৭-১৮ অর্থবছরের সরাসরি বৈদেশিক বিনিয়োগের (ইপিজেড ও নন-ইপিজেড) পরিমাণ দাঁড়িয়েছে ২ দশমিক ৫৮১ বিলিয়ন মার্কিন ডলার যা পূর্ববর্তী অর্থবছরের চেয়ে ৫ দশমিক ১৮ শতাংশ বেশি। বৈদেশিক সহায়তার প্রতিশ্রুতি লক্ষ্যমাত্রা ৬ বিলিয়ন মার্কিন ডলারের বিপরীতে ২৪৩ দশমিক ৫৫ শতাংশ অর্জিত হয়। অর্থ ছাড়ের লক্ষ্যমাত্রা ৬ দশমিক ৩১১ বিলিয়ন মার্কিন ডলারের বিপরীতে ৯৯ দশমিক ৬৮ শতাংশ অর্জিত হয়।’

২০১৭-১৮ অর্থবছরের বিভিন্ন মন্ত্রণালয় বা বিভাগের আওতায় গ্রহণ করা সমাপ্তিযোগ্য ৩০০টি প্রকল্পের মধ্যে ২৭৩টি প্রকল্প শেষ হয় বলেও জানান শফিউল আলম।

আরএমএম/এনডিএস/জেআইএম