শিক্ষক সংকট, ছাত্র-ছাত্রীদের কমনরুম ও বিশুদ্ধ পানির সুব্যবস্থার অভাব, অপরিচ্ছন্ন বাথরুমসহ নানা অব্যবস্থাপনার কারণে বরগুনা সরকারি কলেজের অধ্যক্ষের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে কলেজ ছাত্রলীগ। এ সময় কিছু সময়ের জন্য অধ্যক্ষকে অবরুদ্ধও করে রাখে তারা।অন্যদিকে বরগুনা সরকারি কলেজের অধ্যক্ষ মো. আবুল কালাম আজাদ জানান, ১৫ আগস্ট শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভার ব্যানারে জেলা আ. লীগের একজন উর্ধ্বতন নেতার নামের সিরিয়াল নিয়ে ছাত্রলীগের একটি পক্ষ অসন্তোষ প্রকাশ করে। ওই ঘটনার জের ধরে সোমবার সকালে হঠাৎ করেই তারা বিক্ষোভ মিছিল করে। খবর পেয়ে জেলা আ. লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক মো. জাহাঙ্গীর কবীর কলেজে উপস্থিত হয়ে তাদের নিবৃত্ত করেন। তাকে কেউ অবরুদ্ধ করেনি এবং কোনো ভাঙচুরের ঘটনা ঘটেনি উল্লেখ করে তিনি আরো বলেন, বর্তমানে কলেজে স্বাভাবিক অবস্থা বিরাজ করছে।কলেজ ছাত্রলীগের একজন যুগ্ম আহ্বায়ক ইউসুফ হোসেন সোহাগ জানান, দীর্ঘদিন ধরে বরগুনা সরকারি কলেজের ছাত্র সংসদ নির্বাচন না থাকায় কলেজের উন্নয়ন কর্মকাণ্ড থেমে আছে। কলেজের শিক্ষক সংকট, জীর্ণসীর্ণ ছাত্রাবাস, কমনরুম ও বিশুদ্ধ পানির সুব্যবস্থার অভাব, অপরিচ্ছন্ন বাথরুমসহ নানা অব্যবস্থাপনার কথা তুলে ধরে ইউসুফ হোসেন সোহাগ আরো জানায়, দীর্ঘদিন ধরে অধ্যক্ষের স্বেচ্ছাচারিতার কারণে ন্যায্য অধিকার ও সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়ে আসছে ছাত্র-ছাত্রীরা।এসএস/আরআইপি
Advertisement