জাতীয়

বিমানে পরিত্যক্ত অবস্থায় সাড়ে ৪ কেজি স্বর্ণ উদ্ধার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে ৪ কেজি ৬৫২ গ্রাম স্বর্ণ উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।

Advertisement

শুল্ক গোয়েন্দার মহাপরিচালক (ডিজি) ড. শহীদুল ইসলাম বলেন, সোমবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ব্যাংকক থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট (বিজি-০৮৯) অবতরণ করে।

তিনি বলেন, আমাদের কাছে তথ্য ছিল ওই ফ্লাইটে স্বর্ণের চালান আসবে। এমন সংবাদে শুল্ক গোয়েন্দা দল ওই ফ্লাইটটি নজরদারিতে রাখে। তবে কোন যাত্রীর কাছে পাওয়া যাবে তার সঠিক তথ্য না পাওয়ায় শুল্ক গোয়েন্দা দল বোর্ডিং ব্রিজসহ গ্রিন চ্যানেলে অবস্থান নেন। পরে বিজি-০৮৯ ফ্লাইটের তল্লাশি চালিয়ে সিট নং ২৫/এ থেকে ৪০টি স্বর্ণবার উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়ার এই স্বর্ণগুলোর বাজারমূল্য প্রায় ২ কোটি ৩২ লাখ ৬০ হাজার টাকা। এসব পণ্যের বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান তিনি।

Advertisement

জেইউ/জেএইচ/এমএস