খেলাধুলা

বেতনের আওতায় আসছে কিশোর ফুটবলাররা

কিশোর ফুটবলারদের সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপ জয়ের পর ছেলেদের বয়সভিত্তিক দল নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বিভিন্ন বয়সভিত্তিক খেলোয়াড়দের ট্রায়ালের মাধ্যমে বাছাই করে তাদের সঙ্গে ৩ বছরের চুক্তি করে মাসিক বেতন দেবে বাফুফে। সোমবার বাফুফে ভবনের সভাকক্ষে সাফজয়ী কিশোরদের আনুষ্ঠানিক অভিনন্দন জানিয়ে এই দীর্ঘ মেয়াদী পরিকল্পনার কথা বলেছেন বাফুফে কর্মকর্তারা।

Advertisement

বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বলেছেন, ‘সাফজয়ী প্রত্যেক ফুটবলারকে ১ লাখ টাকা করে পুরস্কার দেয়া হবে। কিশোর ফুটবলারদের মধ্যে থেকে বাছাই করে প্রতিভাবানদের সঙ্গে ৩ বছরের চুক্তি করে তাদের প্রতি মাসে বেতন দেয়া হবে।’

তবে কতজনকে এই চুক্তির আওতায় আনবে বাফুফে এবং কত টাকা করে বেতন দেয়া হবে তা পরিষ্কার করা হয়নি। সাধারণ সম্পাদক বলেছেন, ‘চুক্তির খেলোয়াড়ের সংখ্যাটা নির্ভর করছে কোয়ালিটির উপর। আর বেতনের পরিমাণ এখনো ঠিক হয়নি।’

এর আগেও বিভিন্ন সময়ে ছেলেদের বয়সভিত্তিক টুর্নামেন্টে সাফল্য পাওয়ার পর বাফুফে সভাপতি ঘোষণা দিয়েছিলেন তাদের দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের। তবে তা বাস্তবায়ন হয়নি অর্থ সংকটে। এটাও কী ঘোষণার জন্য ঘোষণা? বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বলেছেন, ‘এবার আমাদের টাকার ব্যবস্থা হয়ে যাচ্ছে। ফিফার ফরোয়ার্ড প্রোগ্রাম আছে, স্পন্সর মিলবে। সরকার থেকেও আশ্বাস পাওয়া গেছে।’

Advertisement

কেবল অনূর্ধ্ব-১৫ দলই নয়, আরো কয়েকটি বয়সভিত্তিক দলের খেলোয়াড়দেরও আনা হবে এই চুক্তির আওতায়। তবে বাফুফে ট্রায়ালের মাধ্যমে খেলোয়াড় বাছাই করবে চুক্তির জন্য। প্রতিভা বাছাই প্রক্রিয়া যাতে বিতর্কমুক্ত হয়, সে জন্য এ ট্রায়াল তদারকি করবেন জাতীয় দলের প্রধান কোচ জেমি ডে।

আরআই/এমএমআর/পিআর