আন্তর্জাতিক

সন্ত্রাস দমনে মিসরে নতুন আইন

মিসরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল সিসি ইসলামিক বিদ্রোহীদের বিরুদ্ধে লড়তে সন্ত্রাসবিরোধী নতুন একটি আইনের অনুমোদন দিয়েছেন। সোমবার এ আইনের অনুমোদন দিয়েছেন তিনি।নতুন এ আইনে একটি বিশেষ আদালত প্রতিষ্ঠা করা হবে। সন্ত্রাসী কার্যক্রমে দোষী সাব্যস্ত নেতাদের মৃত্যুদণ্ড দিতে পারবে এ আদালত। এছাড়া সন্ত্রাসী কার্যক্রমে জড়িতদের জন্য ১০ বছরের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। দেশটির সেনাবাহিনী এবং পুলিশ সদস্যরা নতুন আইনে অতিরিক্ত সুরক্ষা পাবেন।এদিকে বিভিন্ন মানবাধিকার সংগঠন সিসির অনুমোদিত নতুন এ আইনের সমালোচনা করেছেন। তারা বলছেন, এর মাধ্যমে ভিন্ন মতাবলম্বীদের কণ্ঠ রোধ করা হবে।এর আগে চলতি বছরের জুনে গাড়িবোমা হামলায় একজন পাবলিক প্রসিকিউটর নিহত হয়। এরপর আব্দুল ফাত্তাহ আল সিসি একটি কঠোর আইন প্রণয়নের হুমকি দিয়েছিলেন। অাইনে বলা হয়েছে, কোনো সন্ত্রাসী গোষ্ঠীকে আর্থিক সহায়তার অভিযোগ কারো বিরুদ্ধে প্রমাণিত হলে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হবে। এছাড়া ভূয়া সংবাদ এবং সহিংসতাকে উস্কে দেয় এমন বার্তা কোনো ওয়েবসাইটে প্রকাশিত হলে অভিযুক্তকে পাঁচ থেকে সাত বছরের কারাদণ্ড দেয়া হবে।এছাড়া নতুন এ আইনে, সাংবাদিকরা কোনো ভুল তথ্য পরিবেশন করলে তাদেরকে ২৫ হাজার মার্কিন ডলার জরিমানা গুনতে হবে। গত দুই বছর ধরে মিসরে সরকারবিরোধী আন্দোলন ছড়িয়ে পড়ার পর এ আইন পাস করা হলো। সমালোচকরা বলছেন, প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল সিসি ক্ষমতা পাকাপোক্ত করতেই নতুন এ আইনের অনুমোদন দিলেন। এর আগে ফেব্রুয়ারিতে সিসি আরো একটি আইনের অনুমোদন দেন। ওই আইনে দেশের জাতীয়তা এবং ঐক্য নষ্ট করতে পারে এমন গোষ্ঠীকে নিষিদ্ধ করার কথা বলা হয়েছে।এসআইএস/পিআর

Advertisement