বিনোদন

চেনা গানের সঙ্গে অচেনা ভাবনা

হঠাৎ করে চোখ পড়লে মনে হতে পারে কাদায় গড়া কোনো মুর্তি দাঁড়িয়ে আছে। একটু ভালো করে লক্ষ করলেই চেনা চেনা মনে হবে মুখটা। এমনই অচেনা এক সাজে হাজির হচ্ছেন আশনা হাবিব ভাবনা। ‘বাজল ঝুমুর তারার নূপুর’ নামে নৃত্যের একটি রিয়েলিটি অনুষ্ঠানের জন্য গায়ে কাদা-মাটির আস্তরণ লাগিয়ে মঞ্চে নেচেছেন ছোট পর্দার এই অভিনেত্রী। ‘আল্লাহ মেঘ দে পানি দে’ গানটির সঙ্গে নাচেন তিনি। নৃত্য পরিচালনায় ছিলেন ভারতের কলকাতার রাহুল নন্দী।

Advertisement

ভাবনা বলেন,‘প্রতিকী হিসেবে আমার এমন সাজ। এখানে প্রচুর খরার রুপ বোঝাচ্ছে আমার এই সাজ। ভরতনাট্যম ও তাণ্ডবনৃত্যের মিশ্রণে প্রায় আট মিনিটের নাচ এটি। কাজটি করা বেশ কঠিন ছিল। এত সময় ধরে নাচটি করতে গিয়ে মঞ্চে পড়েও গিয়েছিলাম।’

ভাবনা আরও বলেন, ‘রাহুল নন্দী আমাকে বলেছিলেন, মঞ্চে ওঠার এক ঘণ্টা আগে ভেজা মাটি গায়ে মাখতে হবে। পরে মাটি না শুকানো পর্যন্ত মঞ্চে ওঠা যায়নি। মাটি শুকাতে কয়েক ঘণ্টা লেগেছে। আমি অসুস্থ হয়ে পড়েছিলাম। পুরো তিন দিন তিন রাত ধরে অনুশীলন করতে হয়েছে।’

ভাবনা জানালেন, ‘বাজল ঝুমুর তারার নূপুর’ অনুষ্ঠানটি নাগরিক টেলিভিশনে ধারাবাহিকভাবে প্রচারিত হচ্ছে। আগামী সপ্তাহে এই পর্বটি প্রচার হবে।

Advertisement

এমএবি/এলএ/পিআর