নাটকীয়তা শেষে অবশেষে নিশ্চিত ঘোষণা এলো এবারেও অনুষ্ঠিত হবে লোক গানের উৎসব ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোকফেস্ট-২০১৮’। প্রতিবারের মতো এবারেও রাজধানীর আর্মি স্টেডিয়ামেই বসবে দেশ-বিদেশের লোক গানের শিল্পীদের মিলন মেলা।
Advertisement
আগামী ১৫ নভেম্বর শুরু হয়ে তিন দিনব্যাপী এই উৎসবের পর্দা নামবে ১৭ নভেম্বর।
ফোক ফেস্টের চতুর্থ আসরেও দর্শকরা বিনামূল্যে মাটি আর মানুষের গানের সুর উপভোগ করতে পারবেন। সেজন্য অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন চলবে মঙ্গলবার (৬ নভেম্বর) থেকে আগামী ১০ নভেম্বর পর্যন্ত। ফোক ফেস্টের ওয়েব সাইটে (www.dhakainternationalfolkfest.com) রেজিস্ট্রেশন করা যাবে। প্রতিদিন সকাল ১১ থেকে শুরু হবে রেজিস্ট্রেশনের কার্যক্রম।
সোমবার (৫ নভেম্বর) রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজক প্রতিষ্ঠানের পক্ষ থেকে সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য জানানো হয়।
Advertisement
সেখানে আরও বলা হয়, রেজিস্ট্রেশনের জন্য এবারে বাড়তি যোগ হয়েছে পাসপোর্ট সাইজ ছবি। ছবি না থাকলে রেজিস্ট্রেশন করা যাবে না। এছাড়া আগেরবারের অন্য নিয়মগুলো বহাল থাকবে। যেমন জাতীয় পরিচয়পত্র/ড্রাইভিং লাইসেন্স/পাসপোর্টের স্ক্যান কপি প্রয়োজন হবে।
রেজিস্ট্রেশন সম্পন্ন হলে ই-মেইলে পৌঁছে যাবে তিনদিনের তিনটি ভিন্ন ভিন্ন এন্ট্রি পাস। উৎসবস্থলের প্রবেশ পথে প্রতিদিন প্রিন্টকৃত এন্ট্রি পাসটি দেখিয়ে প্রবেশ করতে হবে। এই পাস ছাড়া কোনোভাবেই কাউকে প্রবেশ করতে দেয়া হবে না।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সান ফাউন্ডেশন ও সান কমিউনিকেশনসের চেয়ারম্যান অঞ্জন চৌধুরী, বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের, ঢাকা ব্যাংক লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও সৈয়দ মাহবুবুর রহমান, গ্রামীণফোনের চিফ বিজনেস অফিসার মাহমুদ হোসেন এবং সংসদ সদস্য ও লোকসংগীত শিল্পী মমতাজ বেগম।
আয়োজক প্রতিষ্ঠানের পক্ষ থেকে অঞ্জন চৌধুরী বলেন, ‘লোকজ গান আমাদের বাঙালি সত্ত্বার শেকড়। আমাদের পিতৃপুরুষের শরীরের সুবাস মাখা আছে সেসব গানে। গানের এই দেশের আনাচে-কানাচে অনেক লোক গানের শিল্পী রয়েছেন। তাদের গান প্রচুর শুনে মানুষ। এ শিল্পীদের অনেকে জানেনই না পৃথিবী জুড়ে বহু মানুষ তাদের গান শোনে। অথচ এর বিনিময় তারা কোনো অর্থ পান না। অনেক কষ্টে তারা জীবন ধারণ করে থাকেন। মূলত এসব শিল্পীদের জন্য কাজ করার লক্ষ্যে আমরা ফোক ফেস্ট আয়োজন করি। তাদেরকে সবার সামনে তুলে ধরতে চাই।’
Advertisement
আবুল খায়ের বলেন, ‘ফোক ফেস্ট হচ্ছে আমাদের শিল্পের মূল ধারার জিনিস। আমি আয়োজক প্রতিষ্ঠানকে ধারাবাহিকভাবে এই আয়োজন করার জন্য সাধুবাদ জানাই। আশা করি এবারেও লোকসংগীত উৎসবে মাতোয়ারা হবেন শ্রোতারা।’
সংবাদ সম্মেলনে জানানো হয়, ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোকফেস্ট ২০১৮’-এ বাংলাদেশসহ বিশ্বের ৭টি দেশ থেকে শিল্পীরা অংশ নেবেন। গান করবেন মোট ১৭৪ জন সংগীতশিল্পী। এদের মধ্যে বাংলাদেশের শিল্পীরা হলেন মমতাজ বেগম, বাউল আব্দুল হাই দেওয়ান, বাউল কবির শাহ, নকশীকাঁথা, স্বরব্যাঞ্জো।
ভারত থেকে আসবেন ওয়াদালি ব্রার্দাস, রাঘুদিক্সিত, সাত্যকি ব্যানার্জি, পাকিস্তান থেকে শাফকাত আমানাত আলী, বাহরাইন থেকে মাজায, যুক্তরাষ্ট্র থেকে গ্র্যামি বিজয়ী লস টেক্সমেনিয়াক্স, পোল্যান্ড থেকে দিকান্দা এবং স্পেনের লাস মিগাস সংগীত পরিবেশন করবেন।
উৎসবে প্রতিদিন প্রবেশের জন্য গেট খোলা হবে সন্ধ্যা ৬টায়, চলবে রাত ১২টা পর্যন্ত।
২০১৫ সাল থেকে ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট অনুষ্ঠিত হয়ে আসছে। সাফল্যের ধারা অব্যাহত রাখতেই চতুর্থবারের মতো সান ফাউন্ডেশন ‘আন্তর্জাতিক লোকসংগীত উৎসব ২০১৮’ আয়োজন করেছে।
এলএ/জেআইএম