এক ঝাঁক শিশু-কিশোরদের নিয়ে কলকাতা গিয়েছেন গায়ক ও সঙ্গীত পরিচালক পার্থ বড়ুয়া। জানা গেছে, কলকাতায় অনুষ্ঠিতব্য বইমেলায় বাংলাদেশ শিশু একাডেমির উদ্যেগে শিশু-কিশোরদের নিয়ে ৫ নভেম্বর দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তাদের মেন্টর হিসেবে দায়িত্ব পালন করছেন পার্থ বড়ুয়া।
Advertisement
গত ৩ নভেম্বর প্রায় ৩০ জনের একটি টিম কলকাতায় গিয়েছে। ঢাকায় ফিরবেন ৬ নভেম্বর। কলকাতায় বইমেলার এটি ৮ম আয়োজন। বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি এই বইমেলার অায়োজক।
২ নভেম্বর শুরু হওয়া মেলায় সার্বিকভাবে সহযোগিতা করছে বাংলাদেশ রপ্তানী উন্নয়ন ব্যুরো ও কলকাতাস্থ বাংলাদেশ উপ-দূতাবাস।
বাংলাদেশ বইমেলা কলকাতা ২০১৮ এই স্বপ্নেরই একটি ধারাবাহিক আয়োজন।
Advertisement
এই বইমেলা আমাদের জন্য খুলে দিয়েছে সম্প্রীতি ও স্বপ্নবিনিময়ের নতুন দুয়ার। মেলায় বাংলাদেশের পাশাপাশি পশ্চিমবঙ্গের বিভিন্ন কবি-সাহিত্যিক-লেখক-বুদ্ধিজীবীরাও অংশ নিয়ে থাকেন। শিল্প-সাহিত্য-সংস্কৃতি নিয়ে পারস্পরিক ভাবনা-বিনিময়ের মঞ্চ হয়ে ওঠে এই বইমেলা।
এবারের মেলায় অংশ নিচ্ছে বাংলাদেশের প্রথমসারির প্রায় ৬০টি প্রকাশনা প্রতিষ্ঠান। এছাড়া অংশ নিচ্ছে বাংলা একাডেমি ও বাংলাদেশ শিশু একাডেমি। কলকাতার মোহরকুঞ্জে মেলা চলবে ১১ নভেম্বর পর্যন্ত।
এমএবি/এলএ/জেআইএম
Advertisement