রাজনীতি

তফসিল ঘোষণাই শেষ কথা নয় : মওদুদ

 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, নির্বাচনের তফসিল ঘোষণাই শেষ কথা নয়। তফসিল যে আবার ঘোষণা করা যাবে না তেমন নয়। নির্বাচন কমিশন বলেছে, ৮ তারিখে (নভেম্বর) তফসিল ঘোষণা করা হবে, এখনো তো করা হয়নি। করা হলেও এটা শেষ কথা নয়।

Advertisement

রোববার রাতে রাজধানীর মতিঝিলে নিজ চেম্বারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও আইনজীবীদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এর আগে রোববার সন্ধ্যা ৭টায় নির্বাচন কমিশন (ইসি) জানায়, আগামী ৮ নভেম্বর জাতির উদ্দেশ্যে ভাষণের মধ্য দিয়ে নির্বাচনের তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা।

রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে সিইসির কার্যালয়ে বৈঠক শেষে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদৎ হোসেন বলেন, অাগামী ৮ নভেস্বর তফসিল ঘোষণার সিদ্ধান্ত নিয়েছি। প্রধান নির্বাচন কমিশনার জাতির উদ্দেশে ভাষণে সেদিন তফসিল ঘোষণা করবেন।

Advertisement

উল্লেখ্য, ডিসেম্বরের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন শেষ করতে চায় ইসি। আগামী ২৮ জানুয়ারির মধ্যে নির্বাচন অনুষ্ঠানের আইনি বাধ্যবাধকতা রয়েছে।

কেএইচ/জেডএ/এমআরএম