দেশজুড়ে

সম্মাননা পাচ্ছেন রাজশাহীর ৪২ করদাতা

চলতি ২০১৭-১৮ করবর্ষে রাজশাহীর ৪২ করতাদা সম্মাননা পাচ্ছেন। আগামী ১২ নভেম্বর তাদের আনুষ্ঠানিক সম্মাননা জানাবে রাজশাহী কর অঞ্চল। দীর্ঘসময় ধরে আয়কর প্রদান, চলতি করবর্ষে সর্বোচ্চ আয়কর প্রদান, সর্বোচ্চ নারী ও তরুণ করদারারা এবারও সম্মাননা পাচ্ছেন।

Advertisement

রাজশাহী অঞ্চলের কর কমিশনার ড. খন্দকার ফেরদৌস আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, তিন ক্যাটাগরিতে এবারও সর্বোচ্চ করদাতাদের সম্মাননা জানানো হবে। করদাতাদের উদ্বুদ্ধ করতেই বরাবর এই আয়োজন করে আসছে কর অঞ্চল। আগামী ১২ নভেম্বর তাদের আনুষ্ঠানিকভাবে সম্মাননা জানানো হবে।

রাজশাহী কর অঞ্চল সূত্র জানিয়েছে, চলতি ২০১৭-১৮ করবর্ষে তিন ক্যাটাগরিতে রাজশাহী সিটি করপোরেশন, রাজশাহী জেলা, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, পাবনা ও নওগাঁ জেলায় সাতজন করে সর্বোচ্চ করদাতাকে সম্মাননা জানানো হবে। এরই মধ্যে এ নিয়ে প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ অধিশাখা-২ (কর)। ওই তালিকা বিশ্লেষণে দেখা গেছে, রাজশাহী নগরীর বেলদারপাড়া এলাকার মৃত সবুর আলীর ছেলে সুবিদ আলী ও সাহেববাজার এলাকার মৃত গুল মোহাম্মদের ছেলে আখতার হোসেন রাজশাহী সিটি করপোরেশন এলাকায় দীর্ঘ সময় ধরে করদাতার সম্মাননা পাচ্ছেন এবার।

২০১৭-২০১৮ করবর্ষে সর্বোচ্চ কর প্রদানকারীর তালিকায় রয়েছেন নগরীর কেশবপুর এলাকার মৃত রহিম উদ্দিন খানের ছলে নাসিমুল গনি খান, সাগরপাড়া এলাকার ফজলুল হক এর মেয়ে ফারহানা হক চৌধুরী ও কাদিরগঞ্জ গ্রেটার রোড এলাকার মৃত গাজী রহমানের ছেলে মাহফুজার রহমান।

Advertisement

নগরীর গণকপাড়া এলাকার মোজাম্মেল হক বেনুর মেয়ে নূরজাহান বেগম সর্বোচ্চ নারী কর প্রদানকারী এবং শিরোইল কলোনী পশ্চিমপাড়া এলাকার সেলিম রেজার ছেলে শামসুল ইসলাম সর্বোচ্চ তরুণ কর প্রদানকারীর সম্মাননা পাচ্ছেন।

অন্যদিকে, দীর্ঘসময় ধরে রাজশাহী জেলায় কর প্রদানকারীর তালিকায় রয়েছেন, বাগমারা উপজেলার ভবানীগঞ্জের মৃত বাহার আলীর ছেলে আজাহার আলী ও একই এলাকার মৃত হাজী কসিমুদ্দিনের ছেলে ফজলুর রহমান। চাঁপাইনবাবগঞ্জ জেলায় এই তালিকায় রয়েছেন, সদরের দাউদপুর এলাকার আলহাজ জোহাক উদ্দিনের মেয়ে রাবেয়া খাতুন ও জেলার শিবগঞ্জের ছাত্রাজিতপুর চণ্ডিপুর পশ্চিমপাড়ার মৃত রইস উদ্দিন মণ্ডলের ছেলে আলহাজ্ব গোলাম মোস্তফা হোসেন।

এই ক্যাটাগরিতে পাবনায় সম্মাননা পাচ্ছেন, সদরের রাধানগর এলাকার মৃত ফজলার রহমানের ছেলে আলাল উদ্দিন ও বিসিক শিল্প নগরীর মৃত গোপীনাথ দাসের ছেলে গৌতম কুমার দাস।

নাটোরের গুরুদাশপুরের চাঁচকৈড় বাচারের মৃত ওমর ফারুক সরকারের ছেলে আবুল কাশেম সরকার ও একই এলাকার মৃত রায়হান উদ্দিন মুন্সির ছেলে লতিফুর রহমান এবং নওগাঁ সদরের সুপারিপট্টি এলাকার মৃতখাজামদ্দিন মণ্ডলের মেয়ে সামসুন নাহার ও জেলার সুলতানপুরের শরদিন্দুনাথ চৌধুরীর ছেলে কমল চৌধুরী দীর্ঘসময় ধরে করদাতার সম্মাননা পাচ্ছেন এবার।

Advertisement

অন্যদিকে, রাজশাহী জেলায় সর্বোচ্চ করদাতা সম্মাননা পাচ্ছেন, গোদাগাড়ীর রাজাবাড়ি বিয়ানাবোনা এলাকার মৃত মতিউর রহমানের ছেলে মনিরুল ইসলাম, চারঘাটের মুক্তারপুরের কাজী আজফার হোসেনের ছেলে কাজী মাহমুদুল হাসান এবং বাগামারার ভবানীগঞ্জের মৃত আবদুল হামিদ প্রমাণিকের ছেলে আবদুস সোবাহান।

একই ক্যাটাগরিতে চাঁপাইনবাবগঞ্জে সম্মাননা পাচ্ছেন, জেলা সদরের বটতলাহাট পোল্লাডাঙ্গার মৃত জিকেএম শামসুদ হুদার ছেলে সফিকুল হুদা পুলক, গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি জোড়গাছিয়া এলাকার আলাউদ্দিনের ছেলে আবদুল মান্নান ও জেলা সদরের চরজোতপ্রতাপ এলাকার মৃত তিন কড়ি মণ্ডলের ছেলে সুবাস কুমার মন্ডল।

পাবনার এই ক্যাটাগরিতে সম্মাননা পাচ্ছেন, শালগাড়িয়া এলাকার মৃত শ্যামসন এইচ চৌধুরীর ছেলে অঞ্জন চৌধুরী, সদরের চক পৈলানপুরের মৃত মোফাক্ষারুল ইসলামের ছেলে গোলাম রব্বানী ও শালগাড়িয়া এলাকার ডা. কাজী হারুনার রশীদের ছেলে কাজী ইকবাল হারুন ।

এবার নাটোরে সর্বোচ্চ করদাতা হলেন, জেলা সদরের দক্ষিণবড়গাছি এলাকার শেখ চাঁদ মোহাম্মদের ছেলে শেখ এমদাদুল হক আল মামুন, সদরের বালারীপাড়ার মির্জা মো. আবদুল হাইয়ের ছেলে মির্জা মো. তৌহিদুল আলম এবং জেলার বনপাড়া হারোয়া এলাকার ওয়াজিউল্লাহ গাজির ছেলে ফজলুর রহমান তারেক।

নওগাঁয় সর্বোচ্চ করদাতার সম্মাননা পাচ্ছেন, জেলা সদরের উকিলপাড়া এলাকার মৃত দেওয়ান আলতাব উদ্দিনের ছেলে দেওয়ান ছেকার আহমেদ শিষাণ, জেলা সদরের চক এনায়েত এলাকার হাতেম আলীর ছেলে ইকবাল শাহরিয়র এবং নওগাঁ-১ আসনের সংসদ সদস্য জেলা সদরের চকদের এলাকার বাসিন্দা সাধন চন্দ্র মজুমদার।

২০১৭-২০১৮ করবর্ষে সবোচ্চ নারী করদাতার তালিকায় রয়েছেন, রাজশাহীর তানোরের মুন্ডুমালা সাদিপুরের রমজান আলীর মেয়ে সাহিদা বেগম, চাঁপাইনবাবগঞ্জের শান্তিবাগ এলাকার একে জহুরুল হকের মেয়ে ডা. সুলতানা ফরিদা জেসমিন, পাবনায় শালগাড়িয়া এলাকার তপন চৌধুরীর স্ত্রী বুলা চৌধুরী, নাটোরের লালপুর উপজেলার গোপালপুর চণ্ডিগাছার আমজাদ হোসেনের মেয়ে আরিফা সুলতানা এবং নওগাঁ সদরের চকরাম এলাকার মৃত মেহের আলী মণ্ডলের মেয়ে মালেকা পারভীন। অন্যদিকে, সর্বোচ্চ তরুণ করদাতা সম্মাননা পাচ্ছেন রাজশাহীর মোহনপুরের কেশরহাটের মৃত মোহাম্মদ আলীর ছেলে মাহমুদুল হাসান, চাঁপাইনবাবগঞ্জে সোনা মসজিদ বালিয়াদিঘীর রফিকুল আলমের ছেলে ওমর ফারুক সুমন, পাবনায় শালগাড়ী এলাকার স্যামুয়েল এস চৌধুরীর ছেলে এরিক এস চৌধুরী, নাটোর জেলা সদরের কানাইখালী এলাকার আহাদ আলী সরকারের ছেলে সোহেল আল মামুন এবং নওগাঁয় জেলা সদরের কোমাইগাড়ী এলাকার আবদুর রহিমের ছেলে এম এ ওবায়দা।

ফেরদৌস সিদ্দিকী/এমএএস/পিআর