রাজনীতি

এবার কোনো ওয়াকওভার পাবেন না : মান্না

‘২০১৩ সালের ৫ জানুয়ারির নির্বাচনের মতো এবার আওয়ামী লীগ কোনো ওয়াকওভার পাবে না’ বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক ও জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম নেতা মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, ‘এবার দলটিকে সর্বক্ষেত্রে লড়াইয়ের মোকাবেলা করতে হবে।’

Advertisement

রোববার রাজধানীর প্রেস ক্লাবে ‘জাতীয় মানবাধিকার আন্দোলন’ নামের একটি সংগঠনের প্রথম কেন্দ্রীয় প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মান্না এ কথা জানান।

‘সংলাপে উপস্থাপন করা ন্যায্য দাবি সরকার মেনে না নিলে আন্দোলনে যাবেন’- জানিয়ে মান্না বলেন, ‘আমরা অপেক্ষা করছি। আগামী পরশু সোহরাওয়ার্দী উদ্যানে আমাদের জনসভা। আরও বড় পরিসরে আন্দোলন কর্মসূচি ঘোষণা করবো। আন্দোলন মানে সহিংসতা নয়, আন্দোলন মানে ভাঙচুর নয়। কিছুই করিনি তাতেই যে তাদের অবস্থা, কিছু করলে কী হবে?’

প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে ঐক্যফ্রন্টের নেতা বলেন, ‘কোনো ধরনের অগ্নিকাণ্ড নয়, অগ্নিসন্ত্রাস নয়। সন্ত্রাস কাকে বলে সেটা আপনারা করছেন। রাজনৈতিক কর্মীদের সবচেয়ে বেশি কারাবরণ আপনাদের আমলে হয়েছে। এসব পথ বাদ দিয়ে একটা সুস্থ ও সুন্দর পথে আসেন। আমরা আলোচনার মাধ্যমে যদি সমাধান করতে পারি তাহলে আন্দোলনে যেতে হবে না। এবার যদি মনে করেন, আলোচনা বন্ধ করে জোর করে ক্ষমতায় থাকবেন, সেই জায়গায় আমরা আপনাদের চ্যালেঞ্জ গ্রহণ করবো।’

Advertisement

তিনি বলেন, ‘যদি মনে করেন ৫ জানুয়ারির মতো করে ওয়াকওভার নিয়ে চলে যাবেন, এবার কোনো ওয়াকওভার পাবেন না। এবার আপনাদের সর্বক্ষেত্রে লড়াইয়ের মোকাবেলা করে যেতে হবে।’

আরএমএম/এমএআর/জেআইএম