দেশজুড়ে

রাজবাড়ীতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে বসতবাড়িতে : আহত ১১

রাজবাড়ী জেলার রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কের চন্দনী ইউনিয়ন পরিষদের সামনে একটি যাত্রীবাহী বাসের চাকা ফেঁটে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা সমশের আলীর বসতবাড়িতে ঢুকে পড়ে। এসময় এক পুলিশ কনস্টেবলসহ বাসের  ১১ যাত্রী মারাত্মক আহত হয়েছেন। আহতদের রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।আহতরা হলেন, ফরিদপুর জেলার রঘুনদিয়া গ্রামের মোফাজ্জেলের ছেলে হাবিবুর (১৮), রাজবাড়ী জেলার সংগ্রামপুর গ্রামের মোকিম খানের ছেলে ফিরোজ (১৮), পাংশা জেলার কুলটিয়া গ্রামের মোজাহার আলীর ছেলে হজরত আলী (৫০), গান্দিমারা গ্রামের মৃত. সমুজুদ্দিনের ছেলে পাংশা হাইওয়ে পুলিশ ফাঁড়ির কনেস্টেবল হায়দার আলী (৫৭), কালুখালী উপজেলার দামুকদিয়া গ্রামের শুকুর আলীর ছেলে রশিদ আলী (২৬), কাশরডাঙ্গি গ্রামের খাতেব আলীর ছেলে আবু বক্কর (৪৬),পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়নের আজিম উদ্দিনের ছেলে ফিরোজ (১৮), মঞ্জু সরদারের ছেলে হাফিজ (২৭), গাড়িয়ানা গ্রামের মোসলেমের ছেলে শিহাব (২৮), সদরের খানগঞ্জ ইউনিয়নের ইয়াজ উদ্দিনের ছেলে আইন উদ্দিন শেখ (৬০) ও কুষ্টিয়া জেলার খোকশা উপজেলার মতিয়ার স্ত্রী মোমেনা বেগম (৩৫)।রাজবাড়ী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স এর স্টেশন মাস্টার মো. ফজলুল হক মণ্ডল জাগো নিউজকে জানান, দুর্ঘটনার খবর শুনে দ্রুত ওই স্থানে গিয়ে আহতদেরকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।খবর পেয়ে চন্দনী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মালেক আহতদেরকে দেখতে হাসপাতালে আসেন এবং তাদের চিকিৎসার খোঁজ-খবর নেন।রুবেলুর রহমান/এমজেড/পিআর

Advertisement