জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট টেস্টের প্রথম ইনিংসে ৬ উইকেট নেয়ার মাধ্যমে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় চতুর্থ স্থানে উঠে এসেছেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। পেছনে ফেলে দিয়েছেন ডানহাতি পেসার শাহাদাৎ হোসেন রাজীবকে।
Advertisement
তাইজুলের সামনে এবার সুযোগ বাংলাদেশের ইতিহাসের সেরা পেসার মাশরাফি বিন মর্তুজাকে ছাড়িয়ে তালিকার তিন নম্বরে ওঠার। ম্যাচের প্রথম ইনিংসে ৬ উইকেট নেয়ার পর তাইজুলের ক্যারিয়ারের মোট উইকেট সংখ্যা এখন ৭৫। মাশরাফি তার ক্যারিয়ারে ৩৬ টেস্ট খেলে নিয়েছেন মোট ৭৮টি উইকেট।
অর্থাৎ ম্যাচের দ্বিতীয় ইনিংসে ৪টি উইকেট পেলেই ক্যারিয়ারে প্রথমবারের মতো ম্যাচে দশ উইকেট নেয়ার পাশাপাশি মাশরাফিকেও টপকে যেতে পারবেন তাইজুল। ৭৮ উইকেট পেতে মাশরাফি যেখানে বোলিং করেছেন ৫১ ইনিংসে। সেখানে এখনো পর্যন্ত তাইজুলকে ৭৫ উইকেট নিতে বোলিং করতে হয়েছে মাত্র ৩৫টি ইনিংসে।
২০১৪ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট অভিষেক হয়েছিল তাইজুলের। ক্যারিয়ারের প্রথম ম্যাচেই নিয়েছিলেন প্রথমবারের মতো ৫ উইকেট। একই বছর জিম্বাবুয়ের বিপক্ষে মিরপুর টেস্টে দেশের ইতিহাসের সেরা বোলিং ফিগারের রেকর্ড গড়ে মাত্র ৩৯ রানে ৮ উইকেট নিয়েছিলেন তিনি।
Advertisement
এর পরের বছর পাকিস্তানের বিপক্ষে নিয়েছিলেন ৬ উইকেট। সিলেট টেস্টের আগপর্যন্ত এটিই ছিলো তাইজুলের ক্যারিয়ারে শেষবারের মতো পাঁচ উইকেট নেয়ার নজির। প্রায় তিন বছর পরে ক্যারিয়ারে চতুর্থবারের মতো পাঁচ উইকেট নেয়া তাইজুল শেষপর্যন্ত ১০৮ রান খরচায় দখল করেছেন ৬টি উইকেট।
টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারির তালিকা১. সাকিব আল হাসান - ১৯৬ উইকেট২. মোহাম্মদ রফিক - ১০০ উইকেট৩. মাশরাফি বিন মর্তুজা - ৭৮ উইকেট৪. তাইজুল ইসলাম - ৭৫ উইকেট৫. শাহাদাৎ হোসেন রাজীব - ৭২ উইকেট
এসএএস/এমএস
Advertisement