লক্ষ্য ছিলো দ্বিতীয় দিনের প্রথম সেশনেই টপাটপ জিম্বাবুয়ের উইকেট তুলে নিয়ে তাদের অলআউট করে দেয়া। কিন্তু দুই অপরাজিত ব্যাটসম্যান রেগিস চাকাভা ও পিটার মুর মিলে কাটিয়ে দেন পাক্কা ১২টি ওভার। হতাশায় ভুগতে হয় বাংলাদেশের বোলারদের।
Advertisement
শেষপর্যন্ত দিনের ১৩তম ওভারে জুটি ভেঙে বাংলাদেশ শিবিরে স্বস্তি এনেছেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। প্রথম দিনেও জিম্বাবুয়ে শিবিরে প্রথম দুই আঘাত হেনেছিলেন ২৬ বছর বয়সী এ স্পিনার।
আগের দিনের অবিচ্ছিন্ন ৩৫ রানের জুটিতে বাড়িয়ে ৬০ রানে নিয়ে গিয়েছিলেন মুর এবং চাকাভা। ধীরস্থির ইনিংসে মুর তুলে নিয়েছেন ক্যারিয়ারের চতুর্থ হাফসেঞ্চুরি। চাকাভাও এগুচ্ছিলেন সে পথেই।
তবে দিনের ১৩তম ও ইনিংসের ১০৩তম ওভারের প্রথম বলে নাজমুল হাসান শান্তর দুর্দান্ত ক্যাচে পরিণত হয়ে সাজঘরে ফিরতে হয়েছে চাকাভাকে। আউট হওয়ার আগে ২ চারের মারে ৮৫ বল খেলে ২৮ রান করেছেন চাকাভা।
Advertisement
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১০৪ ওভার শেষে জিম্বাবুয়ের সংগ্রহ ৬ উইকেটে ২৬২ রান। ইনিংসের তৃতীয় হাফসেঞ্চুরিয়ান মুর ব্যাট করছেন ৫৪ রান নিয়ে। তাকে সঙ্গ দিতে উইকেটে এসেছেন স্পিনার ওয়েলিংটন মাসাকাদজা।
এসএএস/এমএস