টেকসই উন্নয়নে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহারের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সম্মাননা প্রদান করবে আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়ন (আইটিইউ)। আগামী সেপ্টেম্বর মাসের ২৬ তারিখে জাতিসংঘের সাধারণ অধিবেশন চলাচালে এই প্রধানমন্ত্রীর হাতে সম্মাননা তুলে দিতে চায় আন্তর্জাতিক সংগঠনটি। সোমবার ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিম মন্ত্রিসভায় আইটিইউ এর আমন্ত্রণপত্র প্রধানমন্ত্রীর কাছে তুলে দেন বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভুইঞা। তিনি বলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার করে টেকসই উন্নয়নে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। তারই স্বীকৃতি হিসেবে অ্যাওয়ার্ড ফর আইসিটি অন সাসটেনেবল ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড দেয়া হবে প্রধানমন্তীকে।এসএ/এসকেডি/পিআর
Advertisement