খেলাধুলা

শেখ জামাল-বসুন্ধরা কিংসের পয়েন্ট ভাগাভাগি

জিতলেই ফেডারেশন কাপের কোয়ার্টার ফাইনাল- এমন সমীকরণ সামনে রেখে শনিবার মুখোমুখি হয়েছিল শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও নবাগত বসুন্ধরা কিংস। কিন্তু জিততে পারেনি কোনো দলই।

Advertisement

শনিবার সন্ধ্যায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে দুই দলের খেলা শেষ হয়েছে ১-১ গোলে। পয়েন্ট ভাগাভাগি করে দুই দলই টিকে রইলো কোয়ার্টার ফাইনালে ওঠার সম্ভাবনায়।

‘ডি’ গ্রুপে বসুন্ধরা কিংস প্রথম ম্যাচে ৫-২ গোলে হারিয়েছিল মোহামেডানকে এবং শেখ জামাল ২-১ গোলে জিতেছে নোফেল স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে। ড্র করায় দুই দলের ঝুলিতেই এখন চার পয়েন্ট করে। গোল গড়ে টেবিলের এক নম্বরে বসুন্ধরা কিংস, দুইয়ে শেখ জামাল। তিন নম্বরে মোহামেডান।

ম্যাচে বসুন্ধরা কিংস এগিয়ে যাওয়ার কয়েক মিনিট পরই ম্যাচে ফেরে শেখ জামাল। ১-১ গোলে সমতা আসার পর কোনো দলই ব্যবধান বাড়াতে পারেনি। এক পয়েন্ট করে নিয়েই ঘরে ফেরে শিরোপা প্রত্যাশি দুই দল।

Advertisement

দুটি গোলই হয়েছে প্রথমার্ধে। ৮ মিনিটে ব্রাজিলিয়ান মিডফিল্ডার মার্কোস গোল করে এগিয়ে দেন বসুন্ধরা কিংসকে। চার মিনিট পর গোল করে শেখ জামালকে সমতায় ফেরান তাদের গাম্বিয়ান ফরোয়ার্ড সলোমন কিং।

আরআই/এসএএস/জেআইএম