দেশজুড়ে

বরিশালে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ডাদেশ

বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার বিষারকান্দি গ্রামে দুই সন্তানের জননী স্ত্রী লাইজু খানমকে (২৮) হত্যার দায়ে স্বামী শাহ আলম হাওলাদারকে (৩৫) ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর এবং ১০ হাজার টাকা জরিমানা আদায়ের নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার দুপুর ১২টার দিকে বরিশালের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আনোয়ারুল হক দণ্ডপ্রাপ্তের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।একই সঙ্গে হত্যাকাণ্ডে সহযোগিতার অভিযোগ প্রমাণিত না হওয়ায় শাহ আলমের কথিত পরকীয়া প্রেমিকা শাহিদা বেগম এবং প্রতিবেশী ইউসুফ হাওলাদারকে বেকসুর খালাস দেওয়ার আদেশ দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময় শাহিদা ও ইউসুফ আদালতে অনুপস্থিত ছিলেন। দণ্ডিত শাহ আলম উপজেলার বিষারকান্দি গ্রামের আ. মান্নান হাওলাদারের ছেলে।বরিশাল আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. গিয়াস উদ্দিন কাবুল মামলার নথির বরাত দিয়ে জানান, উপজেলার বিষারকান্দি গ্রামের শাহ আলমের সঙ্গে শাহিদা বেগমের পরকীয়া প্রেমের সম্পর্ক ছিল। এতে বাঁধা দেওয়ায় বিভিন্ন সময়ে স্ত্রীকে শারীরিক নির্যাতন করেন শাহআলম। একই কারণে ২০০৯ সালের ২০ জানুয়ারি দুপুর ৩টায় নিজ গৃহে স্ত্রী লাইজু খানমকে শ্বাসরোধ করে হত্যা করেন শাহ আলম ও তার সহযোগিরা।  এ ঘটনায় নিহতের ভাই দুলাল হোসেন বাদী হয়ে শাহ আলমকে একমাত্র আসামি করে পরদিন ২১ জানুয়ারি বানারীপাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। বানারীপাড়া থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) সনজিৎ চন্দ্র শীল সাড়ে ছয় মাস তদন্ত শেষে একই বছরের ১৫ জুন শাহআলম এবং তার পরকীয়া প্রেমিকা শাহিদা বেগম ও প্রতিবেশী ইউসুফ হাওলাদারকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) জমা দেন।আদালতে ১৩ জনের মধ্যে ১০ জনের সাক্ষ্যগ্রহণ শেষে স্ত্রী লাইজু হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় তার স্বামী শাহ আলমকে মৃত্যুদণ্ড এবং পরকীয়া প্রেমিকা শাহিদা ও প্রতিবেশী ইউসুফকে বেকসুল খালাসের আদেশ দেন বিচারক।এ রায়ের ফলে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে জানান, বরিশাল আদালতের আইন কর্মকর্তা গিয়াস উদ্দিন কাবুল।এমজেড/পিআর

Advertisement