খেলাধুলা

ড্র হলো মোহামেডান-আবাহনীর ম্যাচ

আগের সেই টান টান উত্তেজনা আর নেই। তারপর আগেই নির্ধারণ হয়ে গেছে লিগ চ্যাম্পিয়ন এবং রানার্সআপ। তাই এদিন দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মধ্যে লড়াই শুধু মর্যাদার মধ্যেই সীমাবদ্ধ রইল। আর এই মর্যাদার লড়াইয়ে আবাহনী ও মোহামেডান ম্যাচে কেউই জিতেনি। গোলশূন্য ড্র দিয়ে ম্যাচ শেষ করেছে দুই দল।রোববার বঙ্গবন্ধু স্টেডিয়ামে দুই দলের খেলায় প্রতিদ্বন্দ্বিতার ছিটেফোঁটাও ছিলনা। লিগের প্রথম পর্বে লড়াকু ফুটবল দেখেছিল সমর্থকরা। ইব্রাহিমের গোলে জয় পেয়েছিল মোহামেডান। কিন্তু ফিরতি পর্বে হতাশ হতে হয়েছে মাঠে উপস্থিত হাজার দুয়েক সমর্থকদের। ২০ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে সাদা-কালোরা। আর এক ম্যাচ কম খেলে আবাহনীর পয়েন্ট ৩৫। শেষ ম্যাচে চ্যাম্পিয়ন শেখ জামালের বিপক্ষে খেলবে তারা। এই ম্যাচ জিতলে গোল গড়ে তৃতীয় স্থান নির্ধারণ হবে। তৃতীয় স্থান নিশ্চিত করতে হলে কমপক্ষে দুই গোলের ব্যবধানে জিততে হবে আকাশি-নীল জার্সিধারীদের। আরটি/এসকেডি/পিআর

Advertisement