আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বর্তমান সরকারের অধীনে অনুষ্ঠিতব্য নির্বাচনে অংশ নিতে চায় যুক্তফ্রন্ট। যুক্তফ্রন্ট নির্বাচনে যাওয়ার জন্য যেসব দাবি করেছে তাদের অধিকাংশ দাবি মেনে নেয়া হয়েছে।
Advertisement
তিনি বলেন, তবে সব দাবি মানা তো সম্ভব নয়। আলোচনায় তাদের খুব পজেটিভ মনে হয়েছে। তাই আমি মনে করছি তারা নির্বাচনে অংশ নেবে।
শুক্রবার গণভবনে সংলাপের দ্বিতীয় দিনে যুক্তফ্রন্টের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, যুক্তফ্রন্টের নেতারা গঠনমূলক আলোচনা করেছেন। তাদের ২১ জন নেতার মধ্যে ২০ জনই বক্তব্য দিয়েছেন। আজকের আলোচনায় যুক্তফ্রন্ট নেতারা ডমিনেট করেছে।
Advertisement
এর আগে, ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের সঙ্গে যুক্তফ্রন্টের সংলাপ হয়। রাত পৌনে ৮টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে বৈঠক শুরু হয়। বিকল্প ধারার সভাপতি অধ্যাপক ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বে যুক্তফ্রন্টের নেতারা বৈঠকে যোগ দেন।
এফএইচএস/এমআরএম