অফফর্মের কারণে ভবিষ্যত ক্রমেই অন্ধকার হয়ে যাচ্ছে মোহাম্মদ আমিরের। ফিক্সিংয়ের দায়ে পাঁচ বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফিরেছিলেন, কোথায় জায়গাটা শক্ত করে ধরবেন; উল্টোটা হচ্ছে পাকিস্তানি এই পেসারের বেলায়।
Advertisement
ফর্মহীনতায় অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট আর টি-টোয়েন্টি দল থেকে জায়গা হারিয়েছিলেন। এবার ওয়ানডে দল থেকেও ছিটকে পড়লেন আমির। সংযুক্ত আরব আমিরাতে নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের সিরিজের দলে জায়গা হয়নি তার।
এশিয়া কাপের তিন ম্যাচে একটি উইকেটও না পাওয়ায় অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে বাদ পড়েন আমির। ওয়ানডে দলের বাইরে চলে গিয়েছিলেন ইমাদ ওয়াসিম আর মোহাম্মদ হাফিজও। নিউজিল্যান্ডের বিপক্ষে তারা দুজন অবশ্য জায়গা ফিরে পেয়েছেন।
আগামী ৭ নভেম্বর আবুধাবিতে শুরু হবে পাকিস্তান এবং নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেটি।
Advertisement
পাকিস্তান দল : ফাখর জামান, মোহাম্মদ হাফিজ, ইমাম উল হক, বাবর আজম, শোয়েব মালিক, আসিফ আলি, হারিস সোহেল, সরফরাজ আহমেদ (অধিনায়ক), শাদাব খান, ইমাদ ওয়াসিম, ফাহিম আশরাফ, হাসান আলি, জুনায়েদ খান, শাহীন শাহ আফ্রিদি, উসমান খান।
এমএমআর/এমএস