খেলাধুলা

শনিবার পাকিস্তানের বিপক্ষে শিরোপা লড়াইয়ে নামছে বাংলাদেশ

আর মাত্র একটি ম্যাচ। জিতলেই ট্রফি নিয়ে উৎসবে মাতবে বাংলাদেশের কিশোররা। শনিবার সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়শিপের ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল পৌনে ৩টায়।

Advertisement

বাংলাদেশ ফাইনালে উঠেছে শক্তিশালী ভারতকে হারিয়ে। নির্ধারিত সময়ে ১-১ গোলে সমতায় থাকা ম্যাচটি টাইব্রেকারে ৪-২ গোলে জিতে নেয় বাংলাদেশের কিশোররা। অপরদিকে, পাকিস্তান ফাইনালে উঠেছে সেমিফাইনালে স্বাগতিক নেপালকে ৪-০ গোলে হারিয়ে।

স্বাগতিক নেপালের বিপক্ষে বড় ব্যবধানে জয়। স্বভাবতই পাকিস্তান ভালো ছন্দে আছে। তবে গ্রুপপর্বে এই নেপালের বিপক্ষে জিতেছিল বাংলাদেশও (২-১ গোলে)। মালদ্বীপের বিপক্ষে তো তাদের জয়টি ছিল ৯-০ গোলের বিশাল ব্যবধানে।

ফলে ফাইনালে বাংলাদেশও যে পাকিস্তানকে ছেড়ে কথা বলবে না, বোঝাই যাচ্ছে। সব মিলিয়ে হাড্ডাহাড্ডি এক লড়াইয়ের আশাই করতে পারেন ফুটবলপ্রেমীরা।

Advertisement

আরআই/এমএমআর/এমএস