খেলাধুলা

লর্ডস-ইডেনের মতো সিলেট স্টেডিয়ামেও বাজানো হবে বেল

নতুন এক অধ্যায়ে পা রাখতে যাচ্ছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। প্রথমবারের মতো এখানে অনুষ্ঠিত হবে টেস্ট ম্যাচ। শনিবার থেকে শুরু বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার প্রথম টেস্টটি দিয়েই অভিষেক হবে সিলেট স্টেডিয়ামের।

Advertisement

২০১৪ সালে ১৮ হাজার ৫০০ দর্শক ধারণ ক্ষমতাসম্পন্ন সিলেটের এই স্টেডিয়াম আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়ার পর এখন পর্যন্ত ৭টি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ২০১৪ সালের বিশ্ব টি-টোয়েন্টির ৬টি ও চলতি বছরে বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের একটি টি-টোয়েন্টি ম্যাচ হয়েছিল এখানে। চার বছরের অভিজ্ঞতা জমিয়ে অবশেষে এবার ক্রিকেটের অভিজাত আঙিনায় নাম লেখাতে যাচ্ছে সিলেট স্টেডিয়াম।

সিলেটে তাই সাজ সাজ রব। স্টেডিয়াম পাড়া সাজানো হয়েছে উৎসবের রঙে। অভিষেক টেস্ট ম্যাচটিকে স্মরণীয় করে রাখতে তৈরি করা হয়েছে বিশেষ স্মারক কয়েন। এ কয়েন দিয়েই হবে সিলেটের প্রথম টেস্ট ম্যাচের টস। এছাড়াও থাকছে বিশেষ স্যুভেনিয়র ও ‘গ্লিম্পস অব সিলেট’ নামে বিশেষ একটি প্রকাশনা।

ইংল্যান্ডের লর্ডস কিংবা ভারতের ইডেন গার্ডেন, বিখ্যাত এই স্টেডিয়ামগুলোতে যে ঐতিহ্য পালন করা হয়, সিলেটেও তেমনটা করা হবে। ওই দুই স্টেডিয়ামের মতোই ম্যাচের পাঁচ মিনিট আগে বাজানো হবে 'ফাইভ মিনিট বেল'।

Advertisement

এই ঐতিহ্যবাহী আয়োজন নিয়ে বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত টেস্ট অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ বলেন, 'এটা দারুণ ব্যাপার। সাধারণ আমরা এমনটা দেখে থাকি লর্ডস ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরুর আগে। আমাদের ভেন্যুতে এমন কিছু হতে যাচ্ছে ভাবতে ভালোই লাগছে।'

এমএমআর/এমএস