দেশজুড়ে

যাত্রা শুরু করলো টুঙ্গীপাড়া এক্সপ্রেস

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মভূমি ও স্মৃতি বিজড়িত গোপালগঞ্জের গোবরা থেকে রাজশাহীগামী ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’ শুক্রবার সকাল থেকে বাণিজ্যিকভাবে যাত্রী পরিবহন শুরু করেছে।

Advertisement

শুক্রবার সকাল ৬টা ৪৫ মিনিটে গোপালগঞ্জের গোবরা রেলওয়ে স্টেশন থেকে ৭৮৩নং টুঙ্গীপাড়া এক্সপ্রেস ছেড়ে যায়। ট্রেনটি ঈশ্বরদী জংশন হয়ে রাজশাহী পৌঁছাবে মাত্র ছয় ঘণ্টায়। এই পথের দূরত্ব ২৫৬ কিলোমিটার। রেলওয়ের পাকশী বিভাগীয় ব্যাবস্থাপক (ডিআরএম) শুক্রবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ট্রেনটির উদ্বোধন করেন।

পাকশী বিভাগীয় সহকারী পরিবহন কর্মকর্তা নাসির উদ্দিন জানান, ৭৮৩নং (আপ) টুঙ্গীপাড়া এক্সপ্রেস প্রতিদিন সকাল ৬টা ৪৫ মিনিটে গোপালগঞ্জের গোবরা থেকে ছাড়বে।

Advertisement

পরবর্তীতে রাজশাহী থেকে ৭৮৪নং (ডাউন) টুঙ্গীপাড়া এক্সপ্রেস বেলা ৩টা ৩০ মিনিটে ছেড়ে এসে গোবরা পৌঁছাবে রাত ১০টায়।

আলাউদ্দিন আহমেদ/এফএ/পিআর